হাওড়া: আর মাত্র কয়েকটা দিন। তারপরই ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে গ্রামীণ হাওড়ায়। শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। তারই মাঝে করোনা আক্রান্ত হলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে নিজের ট্যুইটার একাউন্টে করোনা পজিটিভ হওয়ার খবর জানান উলুবেড়িয়ার সাংসদ। পাশাপাশি, ট্যুইট বার্তার মাধ্যমে তিনি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা মানুষদেরও করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন। জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই গ্রামীণ হাওড়ার বিভিন্ন কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সাথে জোরকদমে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল সাজদা আহমেদকে। ভোট আবহের মাঝেই ফের বঙ্গে মাথাচাড়া দিচ্ছে করোনা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারপরও বহু মানুষকে মাস্কহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। রাজনৈতিক সভা, সমাবেশ নির্বাচনী প্রচারেও বহু মানুষকে মাস্কহীন অবস্থাতেই দেখা যাচ্ছে। আর এহেন অসচেতনতার জেরে ফের বাড়ছে উদ্বেগ অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার মুম্বইয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬৪৬ ৷ স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় মহামারির জেরে ১৮ জনের মৃত্যু হয়েছে ৷ ৫০৩১ রোগীকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ মুম্বইয়ে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে ৪,২৩,৩৬০ হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত ৩,৫৫,৬৯১ জন সুস্থ হয়ে উঠেছেন ৷ স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী, কোভিড ১৯ থেকে এখনও পর্যন্ত ১১,৭০৪ জনের মৃত্যু হয়েছে ৷ এবং ৫৫,০০৫ জন চিকিৎসাধীন রয়েছেন ৷
এর মধ্যে ৩২৬৪১ রোগীকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা বেড়ে ২৮,৫৬,১৬৩ হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত ২৪,৩৩,৩৬৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৷
মুম্বই থেকে এবছর মার্চে কোভিডের ৮৮৭১০ কেস সামনে এসেছে যা ফেব্রুয়ারি থেকে ৪৭৫ শতাংশ বেশি ৷ ফেব্রুয়ারিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮৩৫৯ জন, জানুয়ারিতে ১৬৩২৮ ৷ অর্থাৎ গত মাসের তুলনায় মার্চে মুম্বইয়ে ৭০,৩৫১ বেশি কেস সামনে এসেছে ৷ জানুয়ারির তুলনা ৭২৩৮২ বেশি ৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।