সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় :দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে গানটি এতটাই জনপ্রিয় যে প্রত্যেক রাজনৈতিক দলই এই গানের লাইন কোনও না কোনও সময়ে ব্যবহার করেছে। শুধু প্যারোডি নয়, তৃণমূলের বিরোধিতা করতেও ব্যবহৃত হচ্ছে ওই গান। তেমনটাই করেছে বিজেপি।
একটি অ্যানিমেশন ভিডিও বানানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই গান বাজিয়ে তৃণমূলের বিশাল মিছিল আসছে। সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও তৃণমূল নেতৃত্ব। এমন সময়েই দেখা যাচ্ছে এক সাধারণ মানুষের তাদের এই গানের বিরোধিতা করছেন এবং রাজ্য সরকারের ভুলভ্রান্তি ধরিয়ে দিচ্ছেন। এরপর দেখা যাচ্ছে একের পর বাড়ি থেকে একের পর এক প্রশ্নবাণ ছুটে আসছে। দেখানো হচ্ছে সাধারণ মানুষ বলছে, খেলা শেষ। এবার বিকাশের শুরু। হবে আসল পরিবর্তন, যেগুলি বিজেপির নির্বাচনী ক্যাচলাইন। দেখাতে চাওয়া হয়েছে যে বিজেপিকেই মানুষ চাইছে, তৃণমূলে মানুষ বিতশ্রদ্ধ।
প্রসঙ্গত দেবাংশু কি লিখেছিলেন? ‘বাইরে থেকে বর্গী আসে, নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি, তুমিও রবে , বন্ধু এবার খেলা হবে খেলা খেলা খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা, নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি রইবে সাথে, বন্ধু সেদিন খেলা হবে, খেলা খেলা খেলা হবে। কন্যাশ্রী বোনটা আমার, হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে বোন জিতেই লবে, বন্ধু এবার খেলা হবে, খেলা খেলা খেলা হবে। বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী, ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতে হবে,খেলা খেলা খেলা হবে। কব্জি যদি শক্তিশালী, মাঠে আছে লড়নে ওয়ালি, বন্ধু বলো আসছো কবে, খেলা খেলা খেলা হবে। আমার মাটি সইবে না, ইউপি, বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে, ভীষণ রকম খেলা হবে, খেলা খেলা খেলা হবে। হাথরাসেতে বোনকে জ্বালাও, মোদী বলেন থালা বাজাও এই মাটিতেও বাজনা হবে, নতুন রকম খেলা হবে, খেলা খেলা খেলা হবে। পেঁয়াজ, আলু, গ্যাসের দামে, দেশকে ভাঙো রামের নামে রামের দেবী দুর্গা তবে, বন্ধু জেনো, খেলা হবে, খেলা হবে…খেলা হবে। আঠারোটা এমপি নিয়ে, বাংলাকে মোর ভুললে গিয়ে রিটার্ন তুমি আসবে কে? বন্ধু সেদিন খেলা হবে, খেলা খেলা খেলা হবে। মুকুল, শোভন, সব্যসাচী, বিজেপি আজ আস্ত রাঁচি, দিলীপ কি ফের কাঁদবে তবে? খেলা হবে খেলা হবে। বন্ধু সেদিন খেলা হবে। খেলা হবে…খেলা হবে। ‘সবুজ আবির খেলা হবে, খেলা খেলা খেলা হবে, বন্ধু এসো খেলা হবে, খেলা খেলা খেলা হবে, মাঠেই আছি, খেলা হবে, খেলা খেলা খেলা হবে, ভীষণ রকম খেলা হবে, খেলা খেলা খেলা হবে, খেলা হবে…খেলা হবে, বাংলাতে ভাই, দিদিই রবে, খেলা খেলা খেলা হবে’।
ঘটনা হল চলে এসেছে খেলা হবে পার্ট টু’ও। এই গান বানানো হয়েছে হাওড়ার শিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তেওয়ারির জন্য। গানে বলা হয়েছে ‘আগামী ইলেকশনে, মমতা দি’র টানে, বলে যাই কানে কানে, মা মাটি মানুষের গানে। এলো যে মনোজ ভাই, বলতে এলাম তাই, হাতে হাত রেখে তবে, বলো রে বলো খেলা হবে। এই মাটিতে খেলা হবে, শিবপুরে খেলা হবে, হাওড়াতে খেলা হবে’। আজ বোঝানোর কিছু নেই। বিষয় পুরোটাই স্পষ্ট। এই গানের আবার একটি ভিডিও তৈরি করা হয়েছে। মনোজ তেওয়ারির ব্যাটিং দিয়ে শুরু হচ্ছে ভিডিও, বাকিটা মনোজের প্রচার দিয়ে সাজানো ভিডিও। গানের নাম , এই মাটিতেই খেলা হবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।