ভারতের বাজারে OnePlus বিক্রি প্রক্রিয়া শুরু করতে চলছে তাদের OnePlus 9 Pro স্মার্ট ফোনটি। তাদের সর্বশেষ প্রোডাক্ট হিসেবে তাঁরা লঞ্চ করেছিলো OnePlus 9, the OnePlus 9R এবং OnePlus Watch। আর এবার 9 সিরিজের এরও একটি 9 Pro আনছে তারা।

8GB এবং 12GB RAM এর এই স্মার্ট ফোন ভারতের বাজারে মিলবে তিনটি ভিন্ন রঙে। গ্রাহকরা পাবে Morning Mist, Pine Green, এবং Stellar Black রঙে এই স্মার্ট ফোন। এছাড়াও থাকবে Qualcomm Snapdragon 888 SoC এবং একটি curved AMOLED ডিসপ্লে। এছাড়াও OnePlus 9 Pro কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে যা সুইডিশ মিডিয়াম ফর্ম্যাট ক্যামেরা-নির্মাতা হাসেলব্লেড দ্বারা চালিত সফটওয়্যারগুলি রয়েছে।

 

OnePlus 9 Pro ভারতের বাজারে গ্রাহকদের মিলবে দুটি বিভাগে। 8GB RAM + 128GB storage এর স্মার্ট ফোনের দাম রাখা হবে ৬৪,৯৯৯ টাকা। অন্যদিকে 12GB RAM + 256GB এর স্মার্ট ফোনের দাম রাখা হবে ৬৯,৯৯৯ টাকা। OnePlus 9 Pro স্মার্ট ফোন মিলবে Amazon এবং OnePlus.in এর সাইটে। এছাড়াও গ্রাহকরা বিভিন্ন OnePlus এর এক্সিকিউটিভ অফলাইন দোকান এবং অংশীদার আউটলেটগুলিতেও পাবে।

অনলাইন মাধ্যমে OnePlus 9 Pro কেনায় গ্রাহকদের অনেক ছাড় দেওয়া হচ্ছে। যেমন এসবিআই ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা মেটালে ৪০০০ টাকা ছাড় দেওয়া হবে এই স্মার্ট ফোনের ওপরে। এর পাশাপাশি OnePlus.in থেকে এই স্মার্ট ফোন ক্রয় করলে ১০% অর্থাৎ প্রায় ৫০০০ টাকা ফেরত পাবে American Express cards এর গ্রাহকরা। এছাড়াও Red Cable Life loyalty programme সাবস্ক্রাইব করা থাকলে ৬ টিবি স্টোরেজ দিচ্ছে OnePlus তাদের 9 Pro স্মার্ট ফোনটির সঙ্গে। কোম্পানির তালিকায় দেওয়া কিছু নির্দিষ্ট্য ব্যাঙ্ক থেকে পেমেন্ট করলে নো কষ্ট ইএমআই এর সুবিধাও রয়েছে।

দুটি নেনো সিম যুক্ত OnePlus 9 Pro তে থাকছে Android 11 সঙ্গে OxygenOS 11 এর ব্যাবস্থা। 6.7-inch QHD+ (1,440×3,216 pixels) Fluid Display 2.0 AMOLED ডিসপ্লের সঙ্গে থাকছে 120Hz বৈশিষ্ট্য যুক্ত রিফেস রেট যা বেটার পাওয়ার উটিলাইজেশন দেয়। এছাড়াও থাকছে Qualcomm Snapdragon 888 SoC সঙ্গে 12GB LPDDR5 RAM।

এই স্মার্ট ফোনে ক্যামেরার জন্য থাকছে quad rear ক্যামেরা সেটআপ। যার মধ্যে যুক্ত থাকবে 48-megapixel Sony IMX789 primary sensor সঙ্গে একটি f/1.8 lens, 50-megapixel Sony IMX766 secondary sensor সঙ্গে ultra-wide-angle f/2.2 Freeform lens। এছাড়াও থাকবে 8-megapixel telephoto shooter এবং একটি 2-megapixel monochrome sensor। সেলফির জন্য থাকছে 16-megapixel selfie ক্যামেরা। ৪,৫০০ মেগাহার্জ ব্যাটারি ব্যবস্থা রয়েছে OnePlus 9 Pro স্মার্ট ফোনে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।