২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় একাদশকে ফের কবে বাইশ গজে দেখা গিয়েছিল

১০ বছর আগে আজকেরই দিনে ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দেশের ক্রিকেট ফ্যানদের সামনে এমএস ধোনিদের এই জয় স্মরণীয় হয়ে রয়েছে এবং থাকবেও। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া ওই হাই-ভোল্টেজ ম্যাচে ভারত যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল, তা ক্রিকেট প্রেমীদের মনের মণিকোঠায় গচ্ছিত। এক যুগ পার করা ওই ম্যাচের পর টিম ইন্ডিয়ার ওই একাদশ ফের কবে মাঠে নেমেছিল, তা জেনে নিন।

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের ভারতীয় একাদশ

বীরেন্দ্র শেহওয়াগ, সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, এমএস ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, মুনাফ প্যাটেল, জাহির খান, এস শ্রীসন্থ।

ফের কবে একসঙ্গে মাঠে নেমেছিল ওই একাদশ

২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। সেদিন যে একাদশ নিয়ে বাইশ গজ কাঁপিয়েছিল মহেন্দ্র সিং ধোনি শিবির, তাঁরা একসঙ্গে জাতীয় দলের হয়ে আর কোনও ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি।

ইতিমধ্যে অবসর

বিশ্বকাপ জয় যে তাঁর স্বপ্ন ছিল এবং তা হাসিল করাই যে তাঁর জীবনের সবচেয়ে বড় পাওনা, তা স্বীকার করেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ওই পরম প্রাপ্তির পর ২০১২ সালে সীমিত ওভার ও ২০১৩ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাস্টার। একে একে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, জাহির খান, যুবরাজ সিং, মুনাফ প্যাটেল। ২০২০ সালের ১৫ অগাস্ট ভারতের হয়ে আর না খেলার ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাও।

অবসর নেননি যাঁরা

২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা ভারতীয় দলের তিন সদস্য এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। তাঁরা হলেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, অফ স্পিনার হরভজন সিং ও ফাস্ট বোলার এস শ্রীসন্থ। যদিও শেষ দুই ক্রিকেটারের ভারতীয় দলে প্রবেশের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে বলা চলে।

More MS DHONI News