দুই মহাতারকার আগমনে স্বস্তি সানরাইজার্স হায়দরাবাদের শিবিরে

আইপিএল খেলতে চেন্নাইয়ে পৌঁছে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁদের সঙ্গে এদিনই চেন্নাইয়ে টিম হোটেলে যোগ দিয়েছেন সহকারী কোচ তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন।

এদিন চেন্নাইয়ে এই ত্রয়ীর আগমনের খবর রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ক্যাপশনে দুবার লেখা হয়েছে ঈগলরা এসে গিয়েছেন। সানরাইজার্সের টিম লোগোতেও ঈগল রয়েছে। সে কথা মাথায় রেখেই অধিনায়ক ওয়ার্নার, কেন উইলিয়ামসন ও ব্র্যাড হ্যাডিনকে ঈগলের সঙ্গে তুলনা করে স্বাগত জানানো হয়েছে।

🚨The eagles have landed🚨

We repeat, the eagles have landed!

Welcoming skipper @davidwarner31, Kane and Brad Haddin to Chennai. Let’s go Risers! #OrangeOrNothing #ReturnOfTheRisers #OrangeArmy pic.twitter.com/jgclaoQLLB

— SunRisers Hyderabad (@SunRisers) April 2, 2021

আইপিএলের জন্য চেন্নাইয়ে চলছে সানরাইজার্স হায়দরাবাদের শিবির। তবে ওয়ার্নার, উইলিয়ামসনদের এখন সাতদিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে। গত বছর তৃতীয় হয়েছিল ওয়ার্নারের দল। শুরুটা খুব ভালো না হলেও শেষের পাঁচটির মধ্যে চারটিতে জিতে শেষ চারে পৌঁছে যায় সানরাইজার্স। যদিও প্লে অফে তাদের হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবারের দলে খুব বেশি রদবদল করেনি সানরাইজার্স। কোর গ্রুপ ধরে রাখতে সক্ষম হয়েছে হায়দরাবাদের এই ফ্র্যাঞ্চাইজি। ২ কোটি টাকায় কেদার যাদবকে দলে নেওয়া হয়েছে। সাফল্যের বিষয়ে এবার রীতিমতো আত্মবিশ্বাসী সানরাইজার্স শিবির।

Is it even quarantine without a group call? 😁

Watch @rashidkhan_19, @jbairstow21 and @sandeep25a answer some fun and interesting questions 💬#OrangeOrNothing #OrangeArmy #IPL2021

— SunRisers Hyderabad (@SunRisers) April 2, 2021

গত আইপিএলে দারুণ সফল হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। ১৬ ম্যাচে ৫৪৮ রান করেছিলেন, ১৩৪.৬৪ স্ট্রাইক রেটে তাঁর ব্যাটিং গড় ছিল ৩৯.১৪। চারটি অর্ধশতরানও এসেছিল ওয়ার্নারের ব্যাট থেকে। জৈব সুরক্ষা বলয়ে টানা থাকার ক্লান্তির কারণে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। তাঁর পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার জেসন রয়কে নিতে দেরি করেনি সানরাইজার্স। ঋদ্ধিমান সাহা তো রয়েছেনই, রয়ের সঙ্গে বেয়ারস্টোও রয়েছেন। ফলে ওপেনিংয়ে ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধার অপশনও অনেকটাই রয়েছে সানরাইজার্সের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১১ এপ্রিল সানরাইজার্সের প্রথম ম্যাচ।

সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ

১১ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ১৪ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৭ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ২১ এপ্রিল- পঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ২৫ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ২৮ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ২ মে- রাজস্থান রয়্যালস (বিকেল সাড়ে ৩টে), ৪ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ৭ মে- চেন্নাই সুপার কিংস, ৯ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৩ মে- রাজস্থান রয়্যালস, ১৭ মে- দিল্লি ক্যাপিটালস, ১৯ মে- পঞ্জাব কিংস, ২১ মে- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে)

More IPL 2021 News