বিজেপির ফোকাসে এবার 'উত্তরবঙ্গ', ৫০ হাজারের সভা থেকে ২৫ লক্ষ ভোট পাওয়ার 'শাহি' ছক

শুক্রবার উত্তরবঙ্গের কালচিনিতে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ সভামঞ্চে ভাষণ দিতে উঠে আগাগোড়া আক্রমণ করেন তৃণমূল তৃণমূল সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে৷ অমিত শাহের দাবি, উত্তরবঙ্গের স্বার্থেই উত্তরবঙ্গবাসীকে বিজেপিকে জেতাতে হবে৷ এমনকি, নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্য়ায় যে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাবেন, সে বিষয়েও আত্মপ্রত্য়য়ী অমিত শাহ৷

'সবার জন্য আয়ুষ্মান ভারত'

এদিন অমিত শাহ বলেন, '২ মে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হতেই সবার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। এতদিনে পশ্চিমবঙ্গের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ নিধির আওতায় ১৮ হাজার টাকা পেতে পারতেন। তবে মমতাদি সেই টাকা আপনাদের পেতে দেননি। বিজেপি সরকারে আসতেই কৃষকদের সেই বকেয়া টাকা দিয়ে দেবে বিজেপির সরকার।'

মমতাকে তোপ অমিত শাহের

বিজেপির চাণক্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে আরও বলেন, 'দিদি বলছেন খেলা হবে, কীসের খেলা হবে? প্রথম দু'দফার ভোটে বাংলায় পদ্ম ফুটেছে। ৬০-এর মধ্যে ৫০টি আসনে জিতবে বিজেপি। ২ মে দিদি যাচ্ছেন আর উত্তরবঙ্গে আচ্ছে দিন আসবে। ভোটে জিতলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করা হবে। উত্তরবঙ্গের সঙ্গে অন্যায় করেছেন মমতাদি। বাংলায় সপ্তম বেতন কমিশন লাগু হবে।'

'দিদি নন্দীগ্রামে হেরে গিয়েছেন'

অমিত শাহ এদিন দাবি করেন, 'দিদি নন্দীগ্রামে হেরে গিয়েছেন। গতকাল যেই দৃশ্য আপনারা সবাই দেখেছেন, তা স্পষ্ট বয়ান করছে যে দিদি হেরে গিয়েছেন। দিদি উত্তরবঙ্গকে ভয় পেয়েছে।' পাশাপাশি ৫০ হাজারের জমায়েত থেকে ২৫ লক্ষ ভোট পাওয়ার ছক কষে এদিন অমিত শাহ বলেন, 'এখানে আজকের সভাতে ৫০ হাজার মানুষ এসেছেন। তবে এই ক'টা ভোটে কি বাংলা জিততে পারব? আপনারা তাহলে একটি কাজ করুন। সভা শেষ হতেই আপনারা প্রত্যেকে অন্তত ৫০ জনকে ফোন করে তাদের পদ্ম চিহ্নে ভোট দিতে বলুন। গোর্খা, আদিবাসী, রাজবংশীদের সঙ্গে মিলে সবাই মোদীজির হাত শক্ত করুন।'

দিদির সরকার চলে 'থ্রি টি মডেল'-এ

একইসঙ্গে অমিত শাহের অভিযোগ, দিদির সরকার চলে 'থ্রি টি মডেল'-এ৷ যার অর্থ তানাশাহি, তোলাবাজি ও তুষ্টিকরণ৷ অর্থাৎ অমিতের মতে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় একজন স্বৈরাচারী৷ তোলাবাজি এবং স্বজনপোষণই তাঁর সরকারের প্রধান বৈশিষ্ট্য়৷ যদিও ২ মে-র পর এই পরিস্থিতি আর থাকবে না বলেই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর৷ কারণ, এবারের নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত বলেই তাঁর দাবি৷

More AMIT SHAH News