বিশ্বজয়ের দশ বছর পূর্তিতে অনুভূতির কথা জানালেন হরভজন

আজ সকালে সচিন তেন্ডুলকর টুইটে বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির জন্য সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানিয়েছেন তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন। দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর কিছুটা হলেও উদ্বিগ্ন করে ক্রিকেট মহলকে। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা সচিনের আরোগ্য কামনা করে টুইট করেন। তাঁদের মধ্যে একজন হরভজন সিং।

আজ থেকে ঠিক ১০ বছর আগে বিশ্বকাপ জয়ের আনন্দে সচিনকে কাঁধে নিয়ে যাঁরা ঘুরেছিলেন তাঁদের অন্যতম ভাজ্জি। ফাইনালে তিনি তিলকরত্নের দিলশানের উইকেটটি নিয়েছিলেন।

হরভজন এখন কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে কোয়ারান্টিনে আছেন। মুম্বইয়ের সেই হোটেলেই ভাজ্জির একটি ভিডিও প্রকাশ করেছে কেকেআর। যাতে ২০১১ বিশ্বজয়ের স্মৃতিতে ডুব দিয়েছেন হরভজন। নিজে টুইটও করেছেন। হরভজনের কথায়, ২০১১ সালের ২ এপ্রিল। আমরা ভারতীয়রা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। সমর্থকদের আমাদের জন্য প্রার্থনা করা, তাঁদের থেকে যে ভালোবাসা আমরা পেয়েছি সে জন্য ধন্যবাদ। মনেই হচ্ছে না বিশ্বকাপ জয় ১০ বছর আগের ঘটনা।

Hear @harbhajan_singh give his firsthand account of the best day in any Indian cricket fan's life #OnThisDay 🔟 years ago, a billion people celebrated a victory for the ages! 💙#CWC11 #WorldChampions pic.twitter.com/GdrL56k7iV

— KolkataKnightRiders (@KKRiders) April 2, 2021

হরভজন আরও বলেছেন, বিশ্বকাপ জয় অবিশ্বাস্য অনুভূতি ছিল। ওই দিনটা আমার কেরিয়ার, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল। যে স্বপ্ন দেখেছিলাম চোখের সামনে তা পূরণ হচ্ছিল। যে ভালোবাসা পাচ্ছিলাম, যেভাবে সকলে খুশি হয়েছিলেন তা ভোলার নয়। সকলে আনন্দে ভেসেছিলাম। এটা শুধু আমাদের দলের জয় ছিল না। গোটা দেশের জয় ছিল।

সেবারের বিশ্বকাপে ২১ উইকেট পেয়েছিলেন জাহির খান। পাকিস্তানের শাহিদ আফ্রিদির সঙ্গে তিনি যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। ফাইনালে ১০ ওভারে ৩ মেডেন-সহ ৬০ রানে ২ উইকেট নেন জাহির। তবে প্রথম স্পেলটি ছিল দুর্দান্ত। ৫ ওভারে ৩ মেডেন-সহ ওপেনার উপুল থরঙ্গার উইকেট তুলে নেন। পরে চামারা কাপুগেদেরার উইকেটটিও নিয়েছিলেন। জাহির এদিন টুইটে লেখেন, সময় চলে গেলেও স্মৃতি একইরকম থেকে যায়। কী অসাধারণ দিনটাই না ছিল!

More ICC News