নন্দীগ্রামে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কোন আশঙ্কা, দিব্যেন্দু নিলেন বড় পদক্ষেপ

দ্বিতীয় দফার ভোট ঘিরে রাজ্যে রীতিমতো ফোকাসে ছিল নন্দীগ্রাম। এই এলাকা লক্ষ্মীবারে দিনভর খবরের শিরোনাম কেড়েছে। এদিকে ভোট মিটতেই এদিন এলাকার পরিস্থিতি নিয়ে বড় আশঙ্কা প্রকাশ করে চিঠি লিখলেন বিজেপি প্রার্থী দিব্যেন্দুর ভাই শুভেন্দু।

তৃণমূল এজেন্টের মায়ের কান্না

বৃহস্পতিবার নন্দীগ্রামের বয়ালে তৃণমূলের এজেন্টের মায়ের কান্না বাংলা সহজে ভুলবে কি না সন্দেহ! আতঙ্কের দৃষ্টিতে তাঁর দাবি, ভোট মিটলে কী হবে তাঁর জানা নেই। ফলে ছেলেকে তিনি বাড়ি থেকে বের হতে দতে চাননা। নন্দীগ্রামে বৃহস্পতিবারের এই ছবি নিঃসন্দেহে একটি বড় ঘটনা।

দিব্যেন্দু লিখলেন চিঠি

এদিকে, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দুর ভাই দিব্যেন্দু ভোট মিটতেই নিলেন বড় পদক্ষেপ। তমলুকের সাংসদ দিব্যেন্দু একটি চিঠিতে জেলাশাসকের কাছে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে এক আশঙ্কার কথা জানিয়েছেন। তবে তার আগে জেলা শাসককে শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য ধন্যবাদও জানিয়েছেন দিব্যেন্দু।

সাংসদের চিঠিতে কোন বার্তা?

দিব্যেন্দু আশঙ্কা প্রকাশ করেছেন যে নন্দীগ্রামে ভোট পরবর্তী পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। যার জেরে এই এলাকার মানুষের সাধারণ এবং শান্তিপূর্ণ জীবনযাপন ধ্বংস হতে পারে।

নন্দীগ্রাম ও হিংসা

প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোটপর্ব চলাকালীন যেমন বয়ালের ৭ নম্বর বুথে মমতা পৌঁছতেই একটি উত্তেজনার বাতাবরণ তৈরি হয়, তেমনই সাতেঙ্গাবাড়িতে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা নিঃসন্দেহে বড় ঘটনা। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে যথেচ্ছ ছাপ্পাভোট নন্দীগ্রামে সকাল থেকে পড়েছে। যা কার্যত নস্যাৎ করে দেয় নির্বাচন কমিশন।

Know all about
শুভেন্দু অধিকারী

More DIBYENDU ADHIKARI News