এক যুগ পর বিশ্বজয়ের আবেগে হাবুডুবু খাচ্ছেন বীরু থেকে যুবি, রোগশয্যায় স্মৃতিমেদুর সচিন

মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ভারতের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের দশ বছর পার। সেই আবেগে মাখামাখি হয়েছে দেশের ক্রিকেট প্রেমীরা। বিশ্বজয়ের মুহুর্ত স্মরণ করলেন সেই দলের গুরুত্বপূর্ণ সদস্যরা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েও সেই আনন্দে মুখর হয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। দেখে নেওয়া যাক ভারতের প্রাক্তন ক্রিকেটারদের প্রতিক্রিয়া।

সচিন তেন্ডুলকর

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সচিন তেন্ডুলকর। সেই অবস্থাতেই টুইট করেছেন মাস্টার ব্লাস্টার। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সব সদস্য এবং দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সচিন।

যুবরাজ সিং

২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি রোমন্থন করেছেন যুবরাজ সিং। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ওই বিশ্বকাপ ফাইনালের জার্সি পরে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার জানিয়েছেন, কিংবদন্তি সচিন তেন্ডুলকরের জন্য ভারতের ওই বিশ্বকাপ জয় জরুরি ছিল।

বীরেন্দ্র শেহওয়াগ

২০১১ সালের বিশ্বকাপ জয়ের মুহুর্তটি স্মরণ করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। ওই সাফল্যকে কেরিয়ারের সেরা অনুভূতি বলে উল্লেখ করেছেন সেই বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক।

হরভজন সিং

২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন হরভজন সিং। সেই মুহুর্তগুলি কোলাজে বেঁধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভাজ্জি। সমর্থন এবং সহযোগিতার জন্য দেশের প্রত্যেক ক্রিকেট প্রেমীকে ধন্যবাদ জানিয়েছেন হরভজন।

সুরেশ রায়না

২০১১ সালের বিশ্বকাপ জয়ের আনন্দে আমোদিত হয়েছেন সুরেশ রায়না। ১০ বছর আগের মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই জয়ের অন্যতম অংশ।

গৌতম গম্ভীর

২০১১-এর বিশ্বকাপ ফাইনালে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর। সেই দিনটি গর্বের সঙ্গে স্মরণ করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। দেশপ্রেমে হাবুডুবু খেয়েছেন দিল্লির বিজেপি সাংসদ।

বিসিসিআই ও আইসিসি

ভারকতের বিশ্বকাপ জয়ের ১০ বছরের মুহুর্তকে স্মরণ করেছ বিসিসিআই ও আইসিসি। গর্বিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

More MS DHONI News