নয়াদিল্লি: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার(Unique Identification Authority of India) তরফে সম্প্রতি ট্যুইট করে জানানো হয় যে বাচ্চাদের জন্যেও Baal Aadhaar কার্ড তৈরি করতে হবে৷ এই আধার কার্ড সাধারণত ৫ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য তৈরি করা হয় ৷ বাচ্চাদের জন্য জারি করা আধার কার্ড নীল রঙের হয় ৷ তবে বাচ্চার ৫ বছর বয়স হয়ে গেলে এই আধার বাতিল হয়ে যাবে ৷ তাই পরবর্তীসময়ে নিকটবর্তী স্থায়ী আধার কেন্দ্রে গিয়ে এই আধার নম্বরেই বাচ্চার বায়োমেট্রিক বিবরণ রেজিস্টার্ড করাতে হয় ৷

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার-এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বাল আধার কার্ডে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের মতো আইরিস স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের দরকার পড়ে না ৷ ৫ বছর পূর্ণ হতেই বায়োমেট্রিক সহ আধার কার্ড জারি করা হবে ৷

আরো পড়ুন: PAN-Aadhaar Link হয়েছে তো? যেভাবে যাচাই করবেন

এবার দেখে নেওয়া যাক, ‘বাল আধার’-এর জন্য কীভাবে আবেদন করতে হবে-

প্রথমে ইউআইডিএআই-এর ওয়েবসাইট http://www.uidai.gov.in বা https://resident.uidai.gov.in-এ গিয়ে আধার কার্ড রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

এরপর শিশুটির নাম, বাবা-মার ফোন নম্বর, ই-মেল আইডি দিতে হবে।

ব্যক্তিগত তথ্য দেওয়ার পর বাড়ির ঠিকানা, অঞ্চল, জেলা, রাজ্য, পিন কোড দিতে হবে।

এরপর আধার কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করার দিন স্থির করতে হবে।

বাড়ির কাছের কোনও আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে যাওয়া যেতে পারে।

আধার কেন্দ্রে যাওয়ার সময় ফর্মে উল্লেখ করা তথ্য অনুযায়ী যাবতীয় নথি নিয়ে যেতে হবে। বাবা বা মা, যে কোনও একজনের আধার কার্ডও নিয়ে যেতে হবে।আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে গিয়ে যাবতীয় কর্মকাণ্ড মেটানোর পর ৬০ দিনের মধ্যে ‘বাল আধার’ পাওয়া যাবে। বাচ্চার ৫ বছর বয়স হয়ে গেলে এই আধার বাতিল হয়ে যাবে ৷ তাই পরবর্তীসময়ে নিকটবর্তী স্থায়ী আধার কেন্দ্রে গিয়ে এই আধার নম্বরেই বাচ্চার বায়োমেট্রিক বিবরণ রেজিস্টার্ড করাতে হয় ৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।