মুম্বই : হোম কোয়ারেন্টাইনে থেকে কার্তিক আরিয়ান কী কাজে ব্যস্ত জানেন! না না,ছবি আঁকা গান শোনা গল্পের বই পড়া বা ওয়েব সিরিজ দেখার এমন কোনোটাই নয়। বরং তাকে বাঁচিয়ে রেখেছে এই সময়ে একটি জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল। আর এই সিরিয়ালের কথা কার্তিক আরিয়ান নিজেই জানিয়েছেন তার অনেকদিনের পুরনো বন্ধু ও হিন্দি টিভি সিরিয়ালের অন্যতম মূল পিলার একতা কাপুরকে।
এবার আপনার আপনার প্রশ্ন আসতেই পারে কেন একতা কাপুরকেই এ খবর জানালেন তিনি। আসলেই টিভি সিরিয়ালটির প্রযোজক একতা কাপুর। হিন্দি টিভি সিরিয়ালটির নাম ‘কুমকুম ভাগ্য’। সাবির আহুলিওলিয়া ও সৃষ্টিছাড়া এই সিরিয়ালটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এই দুই অভিনেতা-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ কার্তিক আরিয়ান।
এবার আসা যাক ঠিক কোন প্রসঙ্গে কার্তিক আরিয়ান একতা কাপুরের কাছে এই স্বীকারোক্তি করলেন। আসলে কয়েক দিন আগে কার্তিক আরিয়ান গৃহবন্দি অবস্থায় তা ঠিক কী দশা হচ্ছে তা ব্যাখ্যা করে একটি ছবি পোস্ট করেছিলেন। তবে সেই ছবি গৃহবন্দি অবস্থায় নয় বরং তার আগে মুম্বাইয়ে স্ট্রিটে দাঁড়িয়েই। সেই ছবিতে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ান হ্যান্ড স্টান্ট করছেন। আরে নিচে কার্তিক আরিয়ান ক্যাপশন দিলেন,’ কোভিডের পরে সব কিছু উল্টো দেখতে শুরু করেছি’। আর সেই ছবির নিচেই কার্তিক আরিয়ানের বহুপরিচিত বন্ধু একতা কাপুর কমেন্ট করে তার দ্রুত আরোগ্য কামনা করলেন। তবে সেখানেই এই দুজনের কথোপকথনের থেমে যায়নি বরং তা চলল দীর্ঘক্ষন ধরে। আর সেই কথোপকথন থেকেই টিভি সিরিয়ালের ভক্তদের জন্য বিরাট সারপ্রাইজ দিলেন কার্তিক আরিয়ান । বাড়িতে থাকলে তিনিও যে টিভি সিরিয়াল দেখেন তা স্পষ্ট করে দিলেন অভিনেতা। এ
কতা কাপুর’কে কমেন্ট করে অভিনেতা জানালেন, তিনি এখন ঘরে থেকে ‘কুমকুম ভাগ্য’ দেখছেন আর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই খবর সামনে আসতেই ‘কুমকুম ভাগ্য’ র দর্শকদের মধ্যে দারুণ এক উত্তেজনা তৈরী হলো কার্তিক আরিয়ানের সঙ্গে তাদের পছন্দের মিল আছে এটা জেনে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.