'বিজেপি শিক্ষিত মানুষদের রাজনীতিতে আনতে চাইছে'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, 'মানুষ দেখছে যে বিজেপি কীভাবে শিক্ষিত মানুষদের রাজনীতিতে আনতে চাইছে। মেট্রোম্যান ই শ্রীধরণের উপস্থিতি এটার জ্বলজ্যান্ত উদাহরণ। দেশের জন্য শ্রীধরণ প্রচুর কাজ করেছেন। আর এখন তিনি সমাজের জন্য কাজ করতে চান। আর এই কাজ করাজ জন্য তিনি মাধ্যম হিসেবে বিজেপিকে বেছে নিয়েছেন।'
এলডিএফ এবং ইউডিএফ-এ বিরক্ত কেরলের মানুষ
এদিন তিনি বলেন, 'এলডিএফ এবং ইউডিএফ-এর এই ক্ষমতা ভাগাভাগি নিয়ে কেরলের মানুষ বলছে, যথেষ্ট হয়েছে। এদের আর নেওয়া যাচ্ছে না। এলডিএফ এবং ইউডিএফ রাজনীতিকে পারিবারিক ব্যবসায় পরিণত করেছে। দুটি জোটেই ডাইনাস্টি পলিটিক্সের বাড়বাড়ন্ত দেখা যায়। মানুষ এগুলো দেখে দেখে তিতি বিরক্ত।'
শবরীমালা ইস্যুতে বাম সরকারকে তোপ মোদীর
এদিন প্রধানমন্ত্রী মোদী শবরীমালা ইস্যু নিয়েও তোপ দাগেন কেরলের বামজোট সরকারকে। তিনি অভিযোগ করেন, কেরলের বাম সরকার রাজ্যের পুজোর স্থানগুলোর উপর ক্ষমতা হাসিল করতে নিজেদের এজেন্ট বসাচ্ছে। তিনি বলেন, 'আয়াপ্পার যেই ভক্তদের স্বাগত জানানো উচিত ছিল, সেই আয়াপ্পাদের ভক্তদের উপর লাঠি চালিয়েছে এই বাম সরকার।'
দাবানলের সঙ্গে বামপন্থার তুলনা
এদিন তিনি বলেন, 'ডঃ আম্বেদকর কমিউনিজমকে জঙ্গলে লাগা আগুন বা দাবানলের সঙ্গে তুলনা করতেন। কারণ এই কমিউনিজম যেখানে যায়, সেখানেই সবকিছু পুড়িয়ে দিয়ে যায়। তারা বিদেশ থেকে নীতি আমদানি করে এনে ভারতীয় সংস্কৃতিকে হেয় করে। এভাবে তাদেরকে ভারতীয় সংস্কৃতিকে হেয় করতে দেওয়া যায় না।'