মুম্বাই : বাপ্পি লাহিড়ীর পর এবার করোনা আক্রান্ত আলিয়া ভাট। ৯ মার্চ রণবীর কপূরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। নীতু কপূর সে খবরটি জানান সোশ্যাল সাইটে। পরে ১৫ তারিখ পরিচালক সঞ্জয় লীলা বনশালীও করোনা আক্রান্ত হন। ফলে, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির কাজ স্থগিত হয়ে যায়। আলিয়া ভাট একাই শিবরাত্রি পালন করেন ব্রম্ভাস্ত্র পরিচালকের সাথে।

আলিয়া ভাট নিজে কোথাও আপাতত তার করোনা হয়েছে এমন কথা প্রকাশ করেননি।কিন্তু ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ এর সাধারণ সভাপতি অশোক দুবের সূত্রে এ খবরটি প্রকাশিত হয়েছে। গতকাল,গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র শুটিং তাড়াতাড়ি প্যাক করা হয়েছিল। তার কারন জানতে, অশোক দুবে এক টেকনিশিয়ানের সঙ্গে কথা বলেন। তার পরে অশোক দুবে আর এক টেকনিশিয়ানকে ফোন করে জানতে পারেন, আলিয়া করোনা পজিটিভ। আগামী ১০ দিনের জন্য ফের এই ছবির শ্যুটিং বন্ধ করা হচ্ছে। যতদূর জানা যাচ্ছে আলিয়া ভাট আপাতত হোম আইসোলেশন এ আছেন।

গত সপ্তাহেই ফতিমা সানা শেখ এর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৪ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন আমির খান। তার পরদিন ২৫ মার্চ কোভিড আক্রান্ত হন অভিনেতা আর মাধবন। গত ১৭ মার্চ করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের পরিচালক সতীশ কৌশিক। তাঁর কিছুদিন আগে অভিনেতা কার্তিক আরিয়ান, মিলিন্দ সোমন, পরেশ রাওয়াল, বিক্রান্ত মাসে, রোহিত সারাফ-এরও করোনা আক্রান্ত হন।

অন্যদিকে, তামিল পরিচালক এসএস রাজামৌলি-র আগামী ছবি RRR-এ আলিয়াকে দেখা যাবে সীতার ভূমিকায়। ছবির ফাস্ট লুক পোস্টারে সীতা(Sita)র বেশে সামনে এসেছেন ‘ভাট’ রাজকন্যা। পোস্টারটি ইনস্টাগ্রামে পোস্ট করে ছবিতে তাঁর চরিত্র ‘সীতা’র সঙ্গে অনুরাগীদের সাথে পরিচয় করিয়েছেন আলিয়া ভাট।

হ্যাসট্যাগে লেখা #RRR থেকে স্পষ্ট কোন ছবির জন্যে এই লুক।অবশ্য,RRR-ছবির জন্য আলিয়ার ফাস্ট লুক পোস্টার মুক্তি পাওয়ার ইঙ্গিত রবিবারই দিয়েছিলেন তিনি।সেখানে সীতার মূর্তির সামনে তিনি বসে আছেন। তাঁর সামনে রাখা ফুলের সাজি। ক্যাপশানে লিখেছিলেন ‘coming tomorrow’।

RRR-ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করছেন অজয় দেবগণ, রামচরণ, জুনিয়র NTR। ১৯২০ সালের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীম-এর জীবনের উপর ভিত্তি করে এই ছবিটি বানাচ্ছেন পরিচালক। ২০১৭তে বাহুবলী -২ সুপার হিট হওয়ার পর এটি রাজামৌলির দ্বিতীয় ছবি। RRR-ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু এবং মালায়লাম ভাষায়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।