বিধ্বংসী শেহওয়াগ থেকে কুল ধোনি, ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের সেরা পাঁচ মুহুর্ত

এক যুগ আগে ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ২৮ বছরের খরা দূর করেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। এই ঐতিহাসিক জয়ের পিছনে রয়েছে অনেকগুলি কারণ। তার মধ্যে অন্যতম পাঁচটি মুহুর্তের দিকে চোখ ফেরানো যাক। যেখানে বিধ্বংসী বীরেন্দ্র শেহওয়াগের পাশে ঠাঁই পাবেন কুল মহেন্দ্র সিং ধোনি।

শুরুটা করেছিলেন শেহওয়াগ

ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০১১ সালের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচে ১৪০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার তৎকালীন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। কার্যত সেখান থেকে টুর্নামেন্টে সেরাটা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল।

যুবরাজের অলরাউন্ড পারফরম্যান্স

২০১১ সালের বিশ্বকাপ ছিল সম্পূর্ণভাবেই যুবরাজ সিংয়ের। ওই সিরিজে ভারতের হয়ে ৯ ম্যাচ খেলে ৩৬২ রান করেছিলেন যুবি। মাথায় ক্যানসার নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ যুবরাজের শতরান ভোলার নয়। অন্যদিকে বল হাতে ১৫ উইকেট নেওয়া দেশের প্রাক্তন অল রাউন্ডার সেই বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন।

পাকিস্তানের বিরুদ্ধে সচিনের পারফরম্যান্স

পাঞ্জাবের মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল ভারত। সেই ম্যাচ ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং, এমএস ধোনিরা। কিন্তু নিজেরল অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই ম্যাচে ১১৫ বল খেলে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। ভারতের জয়ের ভিত সেখানেই তৈরি হয়েছিল।

জাহিরের পারফরম্যান্স

২০১১ বিশ্বকাপে ভারতের হয়ে ৯টি ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছিলেন প্রাক্তন ফাস্ট বোলার জাহির খান। ওই টুর্নামেন্টে সেটাই ছিল সর্বাধিক। যা ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

ফাইনালে গম্ভীর ও ধোনি

ওই বিশ্বকাপের ফাইনালে ৯৭ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর। কঠিন সময়ে মাথা ঠাণ্ডা রেখে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের ওই বিশ্বকাপ ফাইনাল জয়ে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

সচিনকে কাঁধে নিয়ে ভিকট্রি ল্যাপই সেরা মুহূর্ত, বিশ্বজয়ের ১০ বছরে স্মৃতিমেদুর রাজা ভেঙ্কট

More WORLD CUP News