লেনিন সরণিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

ফের শহরে অগ্নিকাণ্ড। লেনিন সরণিতে অগ্নিকাণ্ড। জ্যোতি সিনেমার কাছে একটি বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। আশপাশে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করছে দমকল। রাস্তায় যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

হঠাৎ করে ধোঁয়া বেরোতে দেখে আশপাশের বাড়ির বাসিন্দারা খবর দেন দমকলে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে। সামনেই বড় রাস্তা। কর্মব্যস্ত দিনে সেখান দিয়ে যান চলাচল বেশি। তারমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা। দমকলকর্মীরা দ্রুত আগুনের উৎস্যস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন। কিন্তু এতো ধোঁয়া বেরোচ্ছে যে তাঁরা সেখানে পৌঁছতে পারছেন না। আশপাশের বাড়িতে যাতে আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে সেচেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলকে সাহায্য করছে কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

কয়েকদিন আগেই কলকাতার স্ট্র্যান্ড রোডে কয়লা ঘাটা বিল্ডিংয়ে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কয়লাঘাটা বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় ৯ জন মারা গিয়েছিলেন। তারমধ্যে দমকলকর্মীরাও ছিলেন। তারপরেই শহরের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গত মার্চ মাস থেকে অল্প কয়েক দিনের ব্যবধানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে শহরে।

More FIRE News