মুম্বই : পরিস্থিতি ক্রমশ উদ্বেগ ছড়াচ্ছে। করোনার থাবায় ইতিমধ্যেই বিপর্যস্ত মহারাষ্ট্র। নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। প্রতিদিন ৬ ঘন্টা লকডাউন পালন করা হবে পুনেতে, বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

এদিকে মুম্বইতেও কি লকডাউন হতে পারে, সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। মুম্বই নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে মহারাষ্ট্র সরকার। এই নিয়ে শুক্রবার রাত আটটায় ফেসবুক লাইভ করতে পারেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।

এদিকে, পুনেতে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। সাত দিন বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। অন্যদিকে নাইট কার্ফুর সময়সীমা বেড়েছে পুনেতে। সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত নাইট কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

পরিস্থিতি পর্যালোচনা করতে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পৌরহিত্য করবেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্ত। একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের।

দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাগামছাড়া হারে। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৮১ হাজারেরও বেশি, যা কিনা এযাবৎকালে সর্বাধিক রেকর্ড। গত কয়েকমাস ধরে সংক্রমণ কখনই ৮০ হাজারের মাত্রা পেরোয়নি, ফলে এবার বাড়ছে আতঙ্ক।

শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৬৬ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৬৯ জনের। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন এমন মানুষের সংখ্যা ৫০ হাজার ৩৫৬ জন।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা সংক্রমণের চিত্রটাও বদলেছে। দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ১৩১ জন। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৩৯ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৬ লক্ষ ১৪ হাজার ৬৯৬ জন। দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৩৯৬ জনের।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।