'টিকিওয়ালা',বিজেপি নেতাদের নিশানা করে মহুয়া মৈত্রের মন্তব্যের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি পাল্টা আক্রমণ করে বলেছেন, ঠিক টিকিওয়াল আর টিকিওালা রাক্ষস। যাঁদের গোত্র রোহিঙ্গা। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে নিজের গোত্র উল্লেখ করে বলেছিলেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গোত্রের তাস খেলে ভোটের ময়দানে প্রচার চালাচ্ছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের বলেছিলেন তাঁর গোত্র শান্ডিল্য। কিন্তু এখন তাঁর একটাই গোত্র মা-মাটি মানুষ। তারপরেই মহুয়া মৈত্র টিকিওয়ালা বলে বিজেপি নেতাদের নিশানা করে টুইট করেন। টিকিওয়ালা রাক্ষস লিখতেও কসুর করেননি মহুয়া। তার পাল্টা জবাবে গিরিরাজ সিং বলেছিলেন রোহিঙ্গা গোত্র। নন্দীগ্রামের ভোটের আগে মমতার গোত্র তাস নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতারা।
ভোটের পরের দিনও নন্দীগ্রাম নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে চলেছেন তিনিই জিতবেন নন্দীগ্রামে। অন্যদিকে আবার অমিত শাহ দাবি করে চলেছেন মমতা নন্দীগ্রামে হারবেন। একের রক এক সভায় অমিত শাহকে নিশানা করে চলেছেন মমতা। পাল্টা আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ঘটনা নিয়ে একের পর অভিযোগ পাল্টা অভিযোগ করে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি।
সাগর ধরে এগিয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণাবর্ত, এপ্রিলের শুরুতেই দুর্যোগের 'পূর্বাভাস’