মমতা বয়ালে যাওয়ার পরই ধুন্ধুমার বাঁধে
দ্বিতীয় দফার ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বয়ালে যাওয়ার পরই ধুন্ধুমার বাঁধে৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর মমতা অভিযোগ করেন, বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে৷ মমতা বয়ালের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতেই বুথের বাইরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়৷ বয়াল- ২-এর ৭ নম্বর বুথের বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়৷ বুথের ভিতরে ছিলেন মমতা, তখন বাইরে চূড়ান্ত উত্তেজনা৷ বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে, হয় হাতাহাতি৷
এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, ব়্যাফ৷ বুথের ভেতর আটকে থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেন তিনি৷ প্রায় ২ ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বুথ থেকে বের করে আনা হয় তৃণমূল নেত্রীকে৷
দ্বিতীয় দফার ভোটের আগেই কেশপুরে খুন হন এক তৃণমূল কর্মী
এদিকে, দ্বিতীয় দফার ভোটের আগেই কেশপুরে খুন হন এক তৃণমূল কর্মী৷ ঘটনায় অভিযুক্ত বিজেপি৷ কেশপুর ব্লকের এর ৪ নম্বর অঞ্চলের দাদপুর গ্রামের হরিহর চকের বাসিন্দা তৃণমূল কর্মী উত্তম দলুই৷ তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে ওই তৃণমূল কর্মী যখন নিজের বাড়িতে ভাত খাচ্ছিলেন সেই সময় আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়৷ ছুরি দিয়ে পেটে আঘাত করা হয় উত্তমকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে হাসপাতালে মৃত্যু হয় উত্তম দলুইয়ের৷
রিপোর্ট তলব কমিশনের
এই ঘটনায় ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের কাছে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে সকালের কেশপুরের ঘটনা এবং নন্দীগ্রামের বয়ালের ঘটনার পুরো রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন৷ ঠিক একইভাবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে দুই জায়গায় জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।