দেদারে ছাপ্পাভোটের অভিযোগ, তৃণমূল সমর্থকদের হুমকি, বয়ালে তুমুল উত্তেজনা, মমতা বুথে ঢুকতেই জয় শ্রীরাম স্লোগান

নন্দীগ্রামের বয়ালে তুমুল উত্তেজনা। বয়াল ১ ও ৭ নম্বর বুথ পরিদর্শনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে এই দুটি বুথে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী সমর্থকদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেখানকার ভোটাররা অভিযোগ করেছেন তাঁদের বুথে যেতে দেওয়া হচ্ছে না। ভয় দেখানো হচ্ছে। বাড়ি গিয়ে ভয় দেখিয়ে আসা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ৭ নম্বর বুথে পরিদর্শনে যান। বুথের ১০০ মিটারের মধ্যে তুমুল উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

সকাল থেকে ভোট দিতে যাওয়ার সময় থেকে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। সেখবর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন। ১৪৪ ধারার মধ্যেই গ্রামবাসীরা জমায়েত করতে শুরু করেন। কার্যত হাতের বাইরে চলে যাচ্ছে নন্দীগ্রামের বয়ালের পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় মেঠো পথ দিয়ে হুইল চেয়ারে সেখানে পৌঁছন। তাঁর সামনেই জয় শ্রীরাম স্লোগান িদতে শুরু করেন কয়েকজন। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুথের ভেতরে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে যান।

এদিকে বাইরে একটি পাড়া কার্যত দু ভাগ হয়ে িগয়েছে। একে অপরের বিরুদ্ধে ভোট দিতে না দেওয়ার অভিযোগ করেছেন। এক পক্ষের অভিযোগ বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে তাঁদের বাঁধা দেওয়া চেষ্টা চলে যাচ্ছে। ইট এবং বাঁশ নিয়ে গ্রামবাসীরা জড়ো হচ্ছে।পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনীর এখনও কোথাও কোনও হদিশ মেলেনি।

মমতার সার্টিফিকেট পেয়েছেন মুকুল, ভোট ময়দানে প্রতিদ্বন্দ্বী কৌশানী কী বলছেন

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News