লেনোভো ট্যাব এম ১০ এইচডি ওপরে অ্যামাজনে মিলছে বিশেষ ছাড়। অ্যামাজনে ৮,৪৯৭ টাকা ছাড়ে গ্রাহকরা পাবে এই ট্যাব। ২ জিবি + ৩২ এই ট্যাবের জন্য অ্যামাজনে মিলছে ৯,৭৫০ টাকার এক্সচেঞ্জ অফারও।

গ্রাহকরা অ্যামাজনে লেনোভো ট্যাব এম ১০ এইচডি এর পাবে দামের ওপরে ৪৫% ছাড়। লেনোভোর এর ট্যাবের দাম ১৮,৯৯০ টাকা। ৪৫% ছাড় মেলায় এই ট্যাব অ্যামাজনে পাওয়া যাচ্ছে ১০,৪৯৩ টাকায়।

অ্যামাজনের এই ট্যাব অর্ডার দেওয়ায় গ্রাহকদের ৮,৪৯৭ টাকা সাশ্রয়ের পাশাপাশি কোনো ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না । আবার ১ এপ্রিল অবধি ফাস্ট ডেলিভারির ব্যবস্থা পাবে গ্রাহকরা।

এই সমস্ত সুবিধা ছাড়াও গ্রাহকরা লেনোভো ট্যাব এম ১০ এইচডি ট্যাবের জন্য অ্যামাজনে পাবে ইএমআই এর সুবিধা। ৪৯৪ টাকা থেকে ইএমআই শুরু হচ্ছে অ্যামাজনে। তবে দামের ইএমআই এর জন্য বেশি টাকা দিতে হবে না অর্থাৎ নো কষ্ট ইএমআই এর সুবিধা রয়েছে অ্যামাজনে।

অ্যামাজনে গ্রাহকরা ইএমআই এর জন্য ব্যবহার করতে পারবে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, বড়োদা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, এইচডিএফসি ব্যাঙ্ক ক্রডিট কার্ড, সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, কোটাক এসবিআই ও ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড।

বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ড এবং আইসিআইসিআই গ্রাহকরা দুটি মাসে ভাগ করে ইএমআই দিতে পারবে অ্যামাজনে। বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ডের ৩ মাসে ৩,৪৯৮ টাকা করে ইএমআই এবং আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩ মাসে ৩,৪৯৮ টাকা এবং ৬ মাসে ১,৭৪৯ টাকা করে ইএমআই এর ব্যবস্থা রয়েছে অ্যামাজনে।

লেনোভো ট্যাব এম ১০ এইচডি ট্যাবে থাকছে ৫ মেগাপিক্সল প্রাইমারি ক্যামেরা সঙ্গে অটো ফোকাস এবং ২ মেগাপিক্সল ফন্ট ক্যামেরা। ১০.১ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে এই ট্যাবে। অ্যান্ড্রয়েড ৩ পাই অপারেটিং সিস্টেম সঙ্গে ২ গিগাহার্জ কুয়ালকম স্ন্যাপড্রগন ৪২৯ কুয়াড কোর প্রসেসর থাকবে ট্যাবটি চালনা করার জন্য।

ম্যামোরির জন্য থাকছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং অধীক স্টওরেজের জন্য দেওয়া হচ্ছে ৩২ জিবি একটি আলাদা জায়গা। এর পাশাপাশি কোম্পনির তরফে ১ বছরের ওয়ারেন্টি পরিষেবা দেওয়া হচ্ছে গ্রাহকদের জন্য।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।