নিম্নচাপ আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে!
বর্তমানে উপগ্রহের চিত্রগুলি থেকে আবহবিদরা মনে করছেন, নিম্নচাপ ঘূর্ণাবর্তে রূপান্তরিত হতে পারে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি রয়েছে। এবং ২০-৩০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। এই অনুকূল পরিবেশ পেয়ে নিম্নচাপ আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয় কি না, তা-ই দেখার। তবে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
আরও গভীর নিম্নচাপে পরিণত হলে কোন দিকে অভিমুখ
বর্তমানে এই নিম্নচাপ পোর্ট ব্লেয়ারের প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং ইয়াঙ্গুনের (মায়ানমার) ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। প্রাক-বর্ষা মরশুমের বঙ্গোপসাগরে ঘণীভূত এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তা উত্তর-পূর্ব দিকেও বয়ে যেতে পারে।
পরিস্থিতি ঝুঁকিপূর্ণ ঝড়ের দিকে যাওয়ার পক্ষে অনুকূল নয়
মার্চ মাসে আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ সাধারণত দুর্বল থাকে। তা সাধারণত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে না। পরিস্থিতি কোনও ঝুঁকিপূর্ণ ঝড়ের দিকে যাওয়ার পক্ষে অনুকূল নয়। বর্তমানে সমুদ্রের উপর নিম্নচাপ বাসা বাঁধতে পারে। কিন্তু তা ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে না।
মার্টাবান উপসাগরে ২৪ ঘণ্টা স্থায়ী হবে নিম্নচাপ, তারপর...
এই নিম্নচাপের জেরে নিকোবর, মায়াবন্দর এবং পোর্ট ব্লেয়ার-সহ বে দ্বীপপুঞ্জে আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এরপরে সিস্টেমটি মার্টাবান উপসাগরে ২৪ ঘণ্টা স্থায়ী হয়ে আরাকান উপকূলের দিকে সরে যাবে। মায়ানমার উপকূলেও বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
আন্দামান সাগরে ঘণীভূত নিম্নচাপ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে
প্রাক বর্ষার মরশুমে বা কালবৈশাখীর মরশুম এলেই সাগরে ঘূর্ণিঝড় বাসা বাঁধতে শুরু করে। ঘূর্ণিঝড় কোন উপকূলের দিকে ধেয়ে আসতে পারে তা নিয়ে শুরু হয়ে যায় উৎকণ্ঠা। এবার তেমন কোনও পূর্বাভাস মিলেছিল না হাওয়া অফিসের পক্ষ থেকে। সম্প্রতি আন্দামান সাগরে ঘণীভূত নিম্নচাপ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আন্দামান সাগরে নিম্নচাপের ঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ
এছাড়া সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই ঘুরোফেরা করছিল- আম্ফানের মতো সুপার সাইক্লোন ধেয়ে আসতে পারে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে। তা নিয়ে আতঙ্ক তৈরি হয়ে অনেকের মনেই। তারপর আলিপুর আবহাওয়া দফতর পরিষ্কার জানিয়ে গেয় আতঙ্কের কোনও কারণ নেই। কোনও ঝড় আসছে না। আন্দামান সাগরে নিম্নচাপ ঘণীভূত হলেও, তা ঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ।