বামেদের অভিযোগ
নন্দীগ্রামের ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সিপিএম নেতা রবীন দেব। তিনি অভিযোগ করেছেন ১৪৪ ধারা জারির পরেও কীভাবে নন্দীগ্রামের বিভিন্ন বুথে এতো লোকের জমায়েত হল। মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়নি কেন। ভোটারদের দীর্ঘসময় ভোটদান করতে দেওয়া হয়নি বলেও কমিশনে অভিযোগ জানিয়েছিব তারা। নন্দীগ্রামে ভোট লুঠ করা হয়েছে। কমিশন সব জেনেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
শুভেন্দু-মমতা তরজা
নন্দীগ্রামের ভোটে সকাল থেকেই লাইম লাইটে ছিলেন দুই হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকটা অন্তরালেই ছিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী মীনাক্ষি। প্রচারের অন্তরালে থেকেই বুথে বুথে ঘুরেছেন তিনি। আর অপরদিকে বুথে বুথে দাপিয়ে বেরিয়েছেন শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়। একে অপরের বিরুদ্ধে লাগাতার অভিযোগ করেছেন। বামেদের অভিযোগের কোনও গুরুত্বই কমিশন দেয়নি বলে অভিযোগ করেছেন বাম নেতারা।
কমিশনরে নিশানা অধীরের
নির্বাচন কমিশনকে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেছেন নন্দীগ্রামে যেভাবে রাজনৈতিক হিংসা ও ভোট লুঠ হয়েছে তা নজিরবিহীন। একাধিক বুথে মানুষ ভোট দিতে পারেননি। প্রমাণ দিয়ে কমিশনে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নন্দীগ্রামে এই হিংসার ভোটের জন্য একমাত্র নির্বাচন কমিশনই দায়ী বলে দাবি করেছেন তিনি। আগে থেকেই নাকি কমিশনকে তাঁরা অশান্তির আশঙ্কার কথা জানিয়ে আবেদন করেছিলেন। সুষ্ঠু অবাধ ভোট করতে নির্বাচন কমিশন ব্যর্থ বলে আক্রমণ শানিয়েছেন অদীর চৌধুরী
তৃণমূলকে নিশানা অধীরের
তৃণমূল কংগ্রেস হারছে তা নিশ্চিত হয়ে গিয়েছে নন্দীগ্রামের ভোটেই। এমনই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে ভোটের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীকে ফোন করেছিলেন। সোনিয়ার কাছে ভোটে সাহায্য চেয়ে মমতা ফোন করেছিলেন এমনই দাবি করেছেন অধীর। এই নিয়ে আজ মমতাকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।