সানরাইজার্স শিবিরে যোগদানের আগেই গাড়ি উপহার পেলেন ইয়র্কার কিং

চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের টিম হোটেলে যোগ দিলেন ভারতীয় দলের পেসার টি নটরাজন। তার আগে তিনি উপহার পেলে থর এসইউভি গাড়ি। মাহিন্দ্রা কর্তা আনন্দ মাহিন্দ্রা নিজের কথা রেখে এই গাড়ি উপহার দিলেন থঙ্গরাসু নটরাজনকে। গাড়ি পেয়ে মাহিন্দ্রা-কর্তাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ উপহার দিলেন নটরাজনও।

(ছবি- টুইটার)

ব্রিসবেনের গাব্বায় টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের পর বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা বলেছিলেন, ছয়জন ভারতীয় ক্রিকেটারকে এই সিরিজে অনবদ্য পারফরম্যান্সের জন্য এসইউভি গাড়ি উপহার দেবেন। কথা রাখলেন তিনি। শোরুম থেকে গিয়ে উপহার নিয়ে এলেন নটরাজন। সেইসঙ্গে আনন্দ মাহিন্দ্রাকে ধন্যবাদ জানিয়ে গাব্বা টেস্টের জার্সিতে সই করে তাঁকে উপহার হিসেবে পাঠালেন নটরাজন। বিরাট কোহলি, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরাহ-র অনুপস্থিতিতেও যেভাবে সিরিজে পিছিয়ে পড়ে ভারতীয় দল টেস্ট সিরিজ জেতে এবং তরুণ ক্রিকেটাররা অনবদ্য পারফরম্যান্স উপহার দেন তার প্রশংসা করেছিলেন মাহিন্দ্রা কর্তা। তিনি জানিয়েছিলেন, এই সিরিজে অভিষেক হওয়া পাঁচ ক্রিকেটার-সহ ছয়জন ক্রিকেটারকে তিনি এসইউভি গাড়ি উপহার দেবেন। নটরাজনের পাশাপাশি শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শুভমান গিল ও নভদীপ সাইনিকেও গাড়ি উপহার হিসেবে দেওয়ার কথা বলেছিলেন মাহিন্দ্রা কর্ণধার।

Playing cricket for India is the biggest privilege of my life. My #Rise has been on an unusual path. Along the way, the love and affection, I have received has overwhelmed me. The support and encouragement from wonderful people, helps me find ways to #ExploreTheImpossible ..1/2 pic.twitter.com/FvuPKljjtu

— Natarajan (@Natarajan_91) April 1, 2021

নটরাজন টুইটারে লেখেন, দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। চলার পথে যে ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি তাতে আমি আপ্লুত। যেভাবে আমাকে উৎসাহিত করতে আমার পারফরম্যান্স দেখে আনন্দ মাহিন্দ্রা এই উপহার দিলেন তাতে তাঁর কাছে আমি কৃতজ্ঞ। এ ধরনের উৎসাহ অসম্ভবকে সম্ভবে পরিণত করতে আমাকে অনুপ্রাণিত করবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচের শেষ ওভারেও বিরাট কোহলির আস্থার মর্যাদা দিয়ে স্নায়ুযুদ্ধে ভারতের জয় ছিনিয়ে এনেছেন নটরাজন। তাঁক বিষাক্ত ইয়র্কার বারেবারেই সমস্যায় ফেলছে বিপক্ষ ব্যাটসম্যানদের। এবার তাঁর দিকে নজর থাকবে আইপিএলেও। সানরাইজার্স এদিন টুইটারে তাঁকে স্বাগত জানিয়ে লিখেছেন, টিম হোটেলে এসে গিয়েছেন ইয়র্কার কিং।

Our Yorker King is here 🤩

🙌 if you can't wait to see him 🔙 in action 🧡#ReturnOfTheRisers #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 @Natarajan_91 pic.twitter.com/PdEXW3k3nv

— SunRisers Hyderabad (@SunRisers) April 1, 2021

সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ

১১ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ১৪ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৭ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ২১ এপ্রিল- পঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ২৫ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ২৮ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ২ মে- রাজস্থান রয়্যালস (বিকেল সাড়ে ৩টে), ৪ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ৭ মে- চেন্নাই সুপার কিংস, ৯ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৩ মে- রাজস্থান রয়্যালস, ১৭ মে- দিল্লি ক্যাপিটালস, ১৯ মে- পঞ্জাব কিংস, ২১ মে- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে)

More IPL 2021 News