করোনা মন্দা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশীয় অর্থনীতি। এদিকে গত বছর রাজস্ব আদায়ে বড়সড় ধাক্কা খাওয়ার পর অবশেষ গত বছরের শেষ থেকেই ধীরে অবস্থার পরিবর্তন হতে শুরু করে। এদিকে ২০১৭ সালে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু করে কেন্দ্র সরকার। এদিকে তারপর থেকে জিএসটি সংগ্রহে একাধিক বার নয়া রেকর্ড তৈরি হলেও মার্চে ভেঙে গেল অতীতের সমস্ত রেকর্ড।
সূত্রের খবর, গত অর্থবর্ষের শেষ মাসে বা বলা ভালো মার্চে গোটা দেশে জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়ালো ১ লক্ষ ২৪ হাজার কোটি টাকা। বৃহঃষ্পতিবার জারি করা সরকারি বিবৃতিতে বলা হয়েছে মার্চে জিএসটি বাবদ কেন্দ্র সরকার আদায় করেছে ৫৮ হাজার ৮৫২ কোটি টাকা। সেখানে রাজ্যগুলি আদায় করেছে ৬০ হাজার ৫৫৯ কোটি টাকা। অন্যদিকে মার্চে ক্ষতিপূরণ বাবদ কেন্দ্র সরকার রাজ্যগুলিকে দিয়েছে ৩০ হাজার কোটি টাকা।
এদিকে ইতিমধ্যেই দেশজুড়ে লাগামহীন ভাবে বাড়ছে করোনা সংক্রমণ। অনেক রাজ্যই ইতিমধ্যেই আংশিক লকডাউনের রাস্তায় হাঁটছে। কড়া করোনা বিধিও জারি করা হয়েছে। এমতাবস্থায় ফের জিডিপি সঙ্কোচনের আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা। আর তা হলে উল্টোদিকে জিএসটি আদায়ের পরিমাণ যে তরতরিয়ে কমবে তা বলাই বাহুল্য। যদিও ভোটের আবহে সরগরম পাঁচ রাজ্য। সঙ্গে একাধিক রাজ্যে ছিল বিভিন্ন পার্বন। উন্নতি হচ্ছে কর্মক্ষেত্রের, বিনিয়োগও আসছে নতুন। আর সব মিলিয়েই ধীর ধীরে হলেও ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি।
মুম্বইতে ফের জারি হচ্ছে লকডাউন? করোনা প্রকোপ বাড়তেই কোন ইঙ্গিত মেয়রের