কলকাতা : পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের শুরুতেই বাংলায় টুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরুর ঠিক আগে বাংলায় টুইট করে রাজ্যবাসীকে রেকর্ড হারে ভোটদানের আবেদন নমোর৷ এদিন টুইটে মোদী লিখেছেন, “বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনী ক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।”
বঙ্গ-ভোট এবার আট দফায়৷ আজ পশ্চিমবঙ্গের চার রাজ্যের ৩০ আসনে বিধানসভা ভোট৷ এদিনের ভোটগ্রহণ পর্ব শুরু ঠিক আগে রেকর্ড হারে ভোট দানের আবেদন জানালেন প্রধানমন্ত্রী৷ আজ যে যে কেন্দ্রগুলিতে ভোট চলছে, সেখানে রেকর্ড হারে ভোট দানের আবেদন জানিয়েছেন নমো৷ একুশের ভোট প্রেস্টিজ ফাইট৷ বাংলা দখলে মরিয়া পদ্ম শিবির৷
সেই লক্ষ্যেই গত কয়েক মাস ধরে কৌশল সাজিয়েছেন মোদী-শাহ-নাড্ডারা৷ ইতিমধ্যেই রাজ্যে প্রথম পর্বের নির্বাচন হয়ে গিয়েছে৷ প্রথম পর্বেও রাজ্যের ৩০ আসনে ভোটগ্রহণ হয়েছে৷ অমিত শাহের দাবি, প্রথম পর্বের ৩০ আসনের মধ্যে ২৬টিতেই জয় পাবে বিজেপি৷ শাহের এই দাবি গিরে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো৷ ভোটের ফলের আগেই শাহের এই দাবির পিছনে ষড়যন্ত্র থাকার আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
প্রথম পর্বের ভোট নিয়ে সন্তুষ্ট বিজেপি৷ আজ রাজ্যের চার জেলার ৩০ আসনে দ্বিতীয় দফার ভোট৷ আজ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর কেন্দ্রে ভোটগ্রহণ৷ নির্বাচন চলছে পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে৷
এরই পাশাপাশি আজ বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী কেন্দ্রে চলছে ভোট৷ দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর শুরু ভোটগ্রহণ পর্ব৷ প্রথম পর্বের ভোটের আগেও একইভাবে বঙ্গবাসীকে ভোটদানের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ এবার দ্বিতীয় পর্বের ভোটের আগেও একই আবেদন নমোর৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.