আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোয়ারান্টিন পর্ব কাটিয়ে একের পর এক ক্রিকেটার যোগ দিচ্ছেন অনুশীলনে। তার মধ্যেই নাইট শিবিরে এসেছিল করোনাতঙ্ক।
কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নীতীশ রানা করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা তৈরি হয় মুম্বইয়ে নাইটদের টিম হোটেলে। যদিও পরে রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে কেকেআর-এর তরফে।
#KKR statement on @NitishRana_27 ⤵️https://t.co/qScQtx8pHy
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2021
আজ সন্ধ্যায় বিবৃতি জারি করে কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, ২১ মার্চ মুম্বইয়ে কেকেআরের টিম হোটেলে এসেছিলেন নীতীশ রানা। ১৯ মার্চ তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল, সেই রিপোর্ট নেগেটিভ আসে। নাইটদের হোটেলে যোগ দেওয়ার পর আইপিএলের নিয়মানুযায়ী ২২ মার্চ তাঁর ফের করোনা পরীক্ষা করা হয়। কোয়ারান্টিনে থাকাকালীন সেই করোনা পরীক্ষায় দেখা যায় নীতীশ কোভিড-১৯ পজিটিভ। যদিও তাঁর কোনও উপসর্গ তখনও ছিল না। পরেও কোনও করোনা উপসর্গ ছিল না। তা সত্ত্বেও আইপিএলের নিয়ম অনুযায়ী নিজেকে আইসোলেশনে রেখেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্য়ান।
আজ ফের তাঁর করোনা পরীক্ষা করা হয়। স্বস্তির খবর এটাই, তাঁর রিপোর্ট আজ নেগেটিভ এসেছে। দ্রুতই তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবেন এবং প্রথম ম্যাচ থেকেই ম্যাচ ফিট হয়ে যাবেন বলেও আত্মবিশ্বাসী নাইট শিবির।
কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার আগে দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টি ২০ ও বিজয় হাজারে ট্রফি খেলেছেন নীতীশ। ব্যাটসম্যান হলেও অফ ব্রেক বোলিংও করেন। বিজয় হাজারে ট্রফিতে পুদুচেরীর বিরুদ্ধে ১৩৭ ও রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেছেন তিনি। উত্তরাখণ্ডের বিরুদ্ধে বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৮১ রানও করেন।
কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ
১১ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৩ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৮ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ এপ্রিল-চেন্নাই সুপার কিংস, ২৪ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৬ এপ্রিল- পঞ্জাব কিংস, ২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৮ মে- দিল্লি ক্যাপিটালস, ১০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ১২ মে- চেন্নাই সুপার কিংস, ১৫ মে- পঞ্জাব কিংস, ১৮ মে- রাজস্থান রয়্যালস, ২১ মে- সানরাইজার্স হায়দরাবাদ।