ছবি শেয়ার শুভেন্দু অধিকারীর অনুগামীদের
এদিন তৃণমূলের ক্যাম্প অফিস খাঁ খাঁ করার দাবি করে বেশ কয়েকটি ছবি প্রথম পোস্ট করেন, শুভেন্দু অধিকারীর অনুগামীরা। এরপরেই তা ছড়িয়ে পরে বিজেপির বিভিন্ন গ্রুপে। এইসব ছবিতে তৃণমূলের কর্মী সমর্থকদের বসার জায়গায় কেউ নেই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়ার ফেস্টুন এবং তৃণমূলের পতাকাই শুধু দেখা যাচ্ছে।
লকেটে সোশ্যাল মিডিয়া পোস্ট
এবার সোনার বাংলা এবার বিজেপি হ্যাশ ট্যাগ দিয়ে চুঁচুড়ার বিজেপি প্রার্থী পোস্ট করেছেন, সকালের কয়েক ঘন্টার মধ্যেই খেলা শেষ।
পায়েল সরকারের পোস্ট
বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী পায়েল সরকারকে। তিনিও একই ছবি ব্যবহার করেছেন। তিনটি ছবি দিয়ে কোলাজ করে তিনি লিখেছেন ২০২১-এর ভোটারদের অপেক্ষায় বসে থাকা পিসি। তিনিও হ্যাশ ট্যাগ দিয়েছেন এবার সোনার বাংলা এবার বিজেপি। তাঁর এই পোস্টে একজনকে হতাশ হয়ে বসে থাকতে দেখা গিয়েছে। সামনে লেখা পিসি।
ভোট লুট নিয়ে সরব তৃণমূল
এদিকে তৃণমূলের তরফে এদিন নন্দীগ্রাম এবং ময়নায় একাধিক আসনে রিগিংএ-র অভিযোগ করে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। যা নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন সাংগঠনিক দুর্বলা ঢাকতেই এইসব মন্তব্য। বলা যেতে পারে ২০১১-তে ক্ষমতায় আসার পরে তৃণমূলের তরফে এই প্রথমবার রিগিং-এর অভিযোগ করা হল।