ঋষভের নেতৃত্বের কেরিয়ার
তরুণ ঋষভ পন্থের অধিনায়কত্বের কেরিয়ার নিয়ে আশাবাদী মহম্মদ আজহারউদ্দিন। তিনি মনে করেন যে এই দায়িত্বে নিজেকে প্রমাণ করতে পারলে আগামী দিনে ভারতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার দৌড়েও এগিয়ে থাকবেন ২৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পন্থকে নিয়ে নির্বাচকদের ভাবনাও হয়তো সেরকমই বলে বিশ্বাস করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
পন্থের ফর্ম নিয়ে কী বললেন আজহার
গত দুই থেকে তিন মাস ধরে দেশের মাটিতে এবং বিদেশে ঋষভ পন্থ যে ধ্বংসাত্মক ব্যাটিং করেছে, তাতে মুগ্ধ হয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন ২৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পন্থের আক্রমণাত্মক ব্যাটিং আগামী দিনেও ভারতীয় ক্রিকেটকে সম্বৃদ্ধ করবে বলে বিশ্বাস করেন আজহার।
দিল্লির অধিনায়ক পন্থ
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে চলাকালীন কাঁধে চোট পাওয়া শ্রেয়স আইয়ারের পরিবর্তে তরুণ ঋশভ পন্থকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। আগামী আইপিএলে দল হিসেবে সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির অধিনায়ক। ঋষভের ওপর আস্থা রাখছেন ক্রিকেট ফ্যানরা।
গত আইপিএলে পন্থ
২০২০ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪টি ম্যাচ খেলে ৩৪৩ রান করেছেন ঋষভ পন্থ। একটি অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেন ২৩ বছরের ক্রিকেটার।