নন্দীগ্রামের ১০টি বুথ নিয়ে অভিযোগ তৃণমূলের
চিঠিতে তিনি লিখেছেন, বিপুল সংখ্যক বিজেপি সমর্থক নন্দীগ্রামের বুথ নম্বর ৬, ৭, ৪৯, ২৬, ২৭, ১৩, ১৬২, ২১, ২৫৬, ১৬৩, ২০-তে জড়ো হয়েছে৷ তারা বুথের দখল নিয়ে ইভিএমে কারচুপি ও রিগিং করার চেষ্টা করছে৷ এদিকে সকাল থেকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে উত্তপ্ত নন্দীগ্রাম৷ আজ দুপুরে নন্দীগ্রামের রানিচকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ৷ পাশাপাশি, তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও তোলে তৃণমূল সমর্থকরা৷
'তৃণমূল কংগ্রেসের এজেন্টরা ৩৫৪টি বুথে শক্ত হয়ে দাঁড়িয়ে'
এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ টুইট করে দাবি করেন, 'বিজেপি মানুষের মস্তিষ্ক নিয়ে খেলছে। এটা কাজে দেবে না। তৃণমূল কংগ্রেসের এজেন্টরা ৩৫৪টি বুথে শক্ত হয়ে দাঁড়িয়ে। আমরা নির্দিষ্ট ভাবে ১০টি বুথ নিয়ে অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনে। সিআরপিএফ ভোটাদরের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাদের বিধায়ক হিসেবে চায়।'
দফায় দফায় বিক্ষিপ্তভাবে উত্তপ্ত নন্দীগ্রাম
উল্লেখ্য, সকাল থেকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে উত্তপ্ত নন্দীগ্রাম৷ এই আবহে আজ দুপুরে নন্দীগ্রামের রানিচকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ৷ পাশাপাশি, তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও তোলে তৃণমূল সমর্থকরা৷
'মমতা বেগমের জঙ্গলরাজ চলছে'
শুভেন্দু অধিকারী বলেন, 'যারা এই ধরনের কাজ করছে, নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল তাদের গ্রেফতার করার৷ কিন্ত গ্রেফতার করা হয়নি৷ মমতা বেগমের জঙ্গলরাজ চলছে৷ এই জঙ্গলরাজ বন্ধ করতে হবে৷' আজ রানিচকের ১৭৪ নম্বর বুথে শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা ধ্বনি দিতে শুরু করেন তৃণমূলের কর্মীরা৷
শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ
যে সময় শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, সেই সময় তাঁর গাড়ি পিছনে সংবাদমাধ্যমের বেশ কয়েকটি গাড়িও ছিল৷ সেগুলিও বিক্ষোভকারীদের রোষানলের মধ্যে পড়ে৷ ভাঙচুর করা হয় সংবাদমাধ্যমের বেশ কয়েকটি গাড়ি৷ শুভেন্দু অধিকারী এদিন আরও মন্তব্য করেন, সব বুথে তৃণমূলের এজেন্ট নেই৷