নোকিয়া লাইসেন্সধারী এইচএমডি ৮ এপ্রিল নোকিয়া X-series এবং G-series স্মার্ট ফোনগুলি লঞ্চ করতে চলছে। আর এই কারণে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিকে আমন্ত্রণ পত্রও পাঠিয়েছে। এই অনুষ্ঠানে নোকিয়ার এই দুটি সিরিজের একাধিক ফোন লঞ্চ করবার প্রত্যাশা রয়েছে। অনুমান করা হচ্ছে লঞ্চ করা হতে পারে Nokia G10, Nokia G20, Nokia X10, Nokia X20 স্মার্ট ফোনগুলি। নোকিয়া লঞ্চ করার প্রতিটা ফোনে থাকবে ৫ জি সংযোগের ব্যবস্থা। ৫০০০ মেগাহার্জের ব্যাটারির পাশাপাশি থাকবে Qualcomm Snapdragon 480 SoC।
নোকিয়ার তরফে মার্কিন সংবাদ মাধ্যমগুলিকে ৮ এপ্রিল এই স্মার্ট ফোনের লঞ্চের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। মার্কিন সময়ের 3pm অর্থাৎ ভারতীয় সময়ের সন্ধ্যে ৭ টা ৩০ মিনিটে এই অনুষ্ঠান ফোন গুলির নানা বৈশিষ্ট্য লঞ্চ করা হবে।
ইতিমধ্যে এই লঞ্চ অনুষ্ঠানে Nokia G10 এবং Nokia G20 প্রকাশ হবে বলে একটি তথ্য ফাঁস হয়েছে। আর সেই তথ্য থেকে অনুমান ভারতে এই ফোনের দাম শুরু হতে পারে ১১,৯৯৯ টাকা থেকে। এছাড়াও এই ফোনগুলির দাম হতে পারে EUR 139 (১১,৯০০ টাকা) এবং EUR 169 (১৪,৫০০) টাকা। নোকিয়া এই সিরিজগুলি পাওয়া যাবে নীল এবং বেগুনি রঙে।
Nokia G10 এবং Nokia G20 ফোন চলবে Android 11 দ্বারা। 6.38-inch HD+ ডিসপ্লে এই ফোনে থাকছে 19.5:9 aspect ratio। এছাড়াও Nokia G10 থাকবে octa-core MediaTek Helio P22 SoC এবং Nokia G20 তে থাকবে MediaTek Helio G35 SoC। এই উভয় মডেলের ফোনদুটি ৩ জিবি, ৪ জিবি র্যাম এবং স্টোরেজের জন্য থাকবে ৩২ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজ । এছাড়া অতিরিক্ত স্টোরেজের জন্য থাকবে ৫২১ জিবির জন্য মাইক্রো এসডি কার্ডের ব্যবস্থা।
এর পাশাপাশি Nokia G10 এবং Nokia G20 থাকছে quad rear ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকবে 48-megapixel main ক্যামেরা, একটি 2-megapixel depth ক্যামেরা, একটি 5-megapixel ultra-wide sensors, এবং একটি 2-megapixel macro sensors। এর সঙ্গে থাকছে ৫,০০০ মেগাহার্জের একটি ব্যাটারি পরিষেবা।
NokiaPowerUser সম্প্রতি Nokia X10 5G এবং Nokia X20 5G স্মার্ট ফোনের বৈশিষ্ট্য এবং দাম প্রকাশ করেছে। Nokia X10 5G মডেলের 6GB + 32GB স্টোরেজের স্মার্ট ফোনের দাম রাখা হয়েছে EUR 300( ২৫,৮০০ টাকা) অন্যদিকে 6GB + 128GB স্টোরেজের Nokia X20 5G মডেলের দাম EUR 349( ৩০,০০০) টাকা। Nokia X10 5G স্মার্ট ফোনটি পাওয়া যাবে সবুজ এবং সাদা রঙে এবং Nokia X20 5G পাওয়া যাবে নীল এবং স্ট্যান্ড শেড রঙে। উভয় স্মার্ট ফোনে থাকবে Snapdragon 480 SoC।
Nokia X20 5G স্মার্ট ফোনে থাকবে quad rear ক্যামেরা সেটআপ। যার মধ্যে যুক্ত থাকবে 48-megapixel primary sensor, একটি 5-megapixel ultrawide senor, একটি 2-megapixel depth sensor, এবং একটি 2-megapixel macro ক্যামেরা। সেলফির জন্য থাকবে 16-megapixel সেলফি সুটার। এছাড়াও থাকছে ৪,৫০০ মেগাহার্জের একটি ব্যাটারি পরিষেবা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.