মহারাষ্ট্রের একদিনে করোনা আক্রান্ত ৪৩ হাজার
এদিকে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার জন। এই আবহে ফের একবার লকডাউন জারি হতে পারে মুম্বইতে। এমনই ইঙ্গিত দিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর। তিনি এদিন জানান, করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে মহারাষ্ট্রের রাজধানীতে, সেই আবহে 'সীমাবদ্ধ লকডাউন' জারি করা হতে পারে মুম্বইতে। জানা গিয়েছে সেই লকডাউনে মুম্বইয়ের দোকান একদিন ছাড়া ছাড়া খোলার নির্দেশ দেওয়া হতে পারে।
মুম্বইতে জারি হতে পারে লকডাউন
সূত্রের খবর, মুম্বইয়ের 'সীমাবদ্ধ লকডাউন'-এ ফের লোকাল ট্রেনের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সেই আবেহ আগের মতো ফের জরুরি সার্ভিসের ক্ষেত্রেই ব্যবহারের অনুমতি মিলতে পারে ট্রেনে। ফের ধর্মীয় স্থান বন্ধ করা হতে পারে। থিয়েটার, শপিং মলও ফের পুরোপুরি বন্ধ করা হতে পারে। প্রাইভেট অফিসে দুটি পৃথক শিফ্টে ভাগাভাগি করে কাজ করানোর নির্দেশ দেওয়া হতে পারে।
মার্চে ব্যাপক হারে বেড়েছে করোনা সংক্রমণ
বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, এ বছরের মার্চে মুম্বইতে ৮৮,৭১০টি করোনা ভাইরাস কেস রিপোর্ট হয়েছে, যা গতমাসের তুলনায় ৪৭৫ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে এই বাণিজ্য শহরে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৮,৩৫৯ ও জানুয়ারিতে ছিল ১৬,৩২৮।