কলকাতা: আজ বাদে কাল আপনার হসপিটালে যাওয়ার ডেট পড়েছে। আগামীকালই আপনার জীবনে আসতে চলেছে নতুন একটি অধ্যায়। আসছে আপনার সন্তান। সেই বার্তায় আপনাকে জানাই অভিনন্দন। তবে সেই আনন্দে নিজের খেয়াল রাখতে ভুলবেন না।
আবার হসপিটাল যাওয়ার আগের মুহূর্তে ব্যাগে ঠিক কী কী জিনিস নিতে হবে জানেন কি? আবার শুধু তাই না, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ডেটের আগেই সন্তান ভূমিষ্ঠ হতেই পারে আবার সেই ডেটটি ডাক্তারের দেওয়া ডেটের পরেও হতে পারে। চিন্তা নেই, সেই চেকলিস্ট সম্পর্কে না জানলেও টেনশন করতে হবে না। কারণ আপনাদের সেই মুশকিল আসান করতে এবার এসে গেছি আমরা যাতে শেষ মুহূর্তে আপনি সেই প্রথম মুহূর্তটি কাটাতে পারেন সন্তানের সঙ্গে নিশ্চিন্তে ও একান্তে। রইলো শেষ মুহূর্তের প্রস্তুতির চেকলিস্ট। জেনে নিন এখানে।
১. আইডি কার্ড: হসপিটালে দৌড়ে গেলেই যে আপনাকে ভর্তি নিয়ে নেবে তা নয়। এর জন্যে সঠিক এডমিশন প্রসেস মানতে হবে। তার জন্যে সবার আগে ব্যাগে রাখুন নিজের আইডি কার্ড বা ইন্স্যুরেন্স কার্ড। এগুলি আগেই ডাক্তার আপনাকে দিয়ে দেবে।
২. মেডিক্যাল ফাইল ও প্রয়োজনীয় ওষুধ: আপনার যাবতীয় মেডিক্যাল কার্ড বা মেডিক্যাল হিস্ট্রি সম্বলিত ফাইল নিতে ভুলবেন না। সেই সঙ্গে যা যা ওষুধ আপনাকে ডাক্তার দিয়েছে ও আপনি যা যা ওষুধ নেন সেগুলি নিয়ে নেবেন অবশ্যই। এতে ডাক্তার আপনার সমস্ত হিস্ট্রি জেনে যাবেন আগেই।
৩. পার্স বা ওয়ালেট ও দরকারি টাকার কার্ড: যাবতীয় টাকা নেবেন। সেগুলি রাখতে পারেন পার্সে বা কার্ডগুলিতে। তবে কিছুটা টাকা নিজের সঙ্গেও রাখবেন কারণ আপৎকালীন পরিস্থিতিতে এটাই কাজে আসবে।
৪. অন্যান্য সামগ্রী: এছাড়া নেবেন পোশাক। আবার ফাঁকা সময়ে বিনোদন আনতে আইপড বা গান শোনার সামগ্রী বা ম্যাগাজিন রাখতে পারেন। ফোন ও চার্জার নেবেন। সন্তানের জন্যে কিছু সুতির জামা, টাওয়েল নেবেন। ডায়াপার নেবেন। নিজের নিত্যদিনের ব্যবহারের জিনিস রাখবেন ব্যাগে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.