দিন যত গড়াচ্ছে ততই বিশ্বজুড়ে দাপট বাড়াচ্ছে মারণ করোনা। এদিকে ইদিকে বিশ্ব করোনা তালিকায় এখনও সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। এবার সেই মার্কিন মুলুকেই এই সঙ্কটের সময় নষ্ট হয়ে গেল ১.৫ কোটি করোনা টিকার ডোজ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। সূত্রের খবর, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার কারখানাতে কিছু গোলযোগের কারণে নষ্ট হয়েছে এই টিকা ডোজ।
মার্কিন মুলুকের ফার্মাসিটিউক্যাল কোম্পানি ইমারজেন্ট বায়োসোলিউশনসপশ্চিম বাল্টিমোর প্ল্যান্টেই তৈরি হচ্ছিল এই ভ্যাকসিনগুলি, খবর এমনটাই। টিকা তৈরির প্রক্রিয়া কিছু গোলযোগ ও উপদানের গুণমান নিয়ে প্রশ্ন ওঠাতেই এই বিশাল পরিমাণ টিকা নষ্ট করে ফেলা হয়েছে বলেও খবর। টিকার গুণমান এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সংস্থারই এক শীর্ষকর্তা।
এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই মার্কিন মুলুকের খাদ্য এবং ওষুধ বিভাগের তরফে জনসনের টিকা নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত হতে পারে বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কিছুদিন আগেই জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা প্রতিষেধককে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপরেই করোনা যুদ্ধে নতুন করে আশা যোগাতে শুরু করে এই টিকা। অন্যদিকে এই প্রতিষেধকের একটি ডোজই করোনার বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে বলে দাবি করেছে জনসন। এমনকি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিষেকটিকে সংরক্ষণের বাধ্যবাধকতাও নেই বলে জানাচ্ছে তারা।
১ এপ্রিল থেকে শুরু ৪৫ বছর ব্যক্তিদের টিকাকরণ, নাম নথিভুক্ত সহ জেনে নিন সব নিয়ম