কোভিড কেস বৃদ্ধি, মধ্যপ্রদেশে তিনদিনের লকডাউন জারি

দেশজুড়ে কোভিডের দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রমণে শীর্ষ রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ একটি। করোনা ভাইরাস কেস বৃদ্ধির জেরে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় তিনদিনের পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার, শনিবার ও রবিবার ছিন্দওয়ারা টাউনে তিনদিনের লকডাউন থাকবে। এই সময় সব বাজার–দোকান বন্ধ থাকবে। লকডাউনটি শহরের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আবদ্ধ থাকবে। সোমবার মধ্যপ্রদেশে ২,৩২৩টি নতুন করে করোনা ভাইরাস পজিটিভ কেস ধরা পড়ে এবং রাজ্যে মোট করোনা সংক্রমণের সংখ্যা ২,৯১,০০৬।

মধ্যপ্রদেশের চেয়েও খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। মুম্বই, নাগপুর, পুনে, ঔরঙ্গাবাদ সহ বিভিন্ন জেলায় দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এ রাজ্যে লকডাউন ঘোষণা করা না হলেও কড়া বিধি–নিষেধে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। মহারাষ্ট্রের মুখ্য সচিব সীতারাম কুন্তে বলেছেন, '‌আমরা চাই না যে সংক্রমণের তীব্রতা এতটা বাড়ুক যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। কোভিড যথাযথ আচরণ বিধি না মানার প্রবণতা বাড়ছে, তাই জন সমাগম বন্ধ করতে নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। সমস্যা হল উপসর্গ দেখা যাচ্ছে না এমন ব্যক্তিদের নিয়ে। তাঁরা জানেন না যে তাঁরা করোনায় আক্রান্ত। তাঁরা মানুষের মধ্যে মিশছেন এবং ভাইরাসের সংক্রমণ হচ্ছে। আমরা এ ধরনের দৃশ্য নিয়ে চিন্তিত।’‌ মহারাষ্ট্র সরকারের এক সূত্রের খবর, রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে না, কিন্তু জেলায় জেলায় ও কনটেইনমেন্ট জোনে কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে।

More MADHYA PRADESH News