আইপিএলে কেকেআরের জার্সিতে কবে মাঠে নামবেন নেতা মর্গ্যান? চোটমুক্ত হলেন কি?
২০২১ সালের আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের অনুশীলন শুরু হয়েছে। অথচ চোট থাকায় সেই শিবিরে এখনও অনুপস্থিত দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান। তবে এই চিত্র বেশিদিন স্থায়ী থাকবে না বলেই জানানো হয়েছে। ইংল্যান্ড অধিনায়ক খুব শীঘ্রই কেকেআর শিবিরে যোগ দেবেন বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রথম ম্যাচের আগেই ফিরবেন মর্গ্যান
ইয়ন মর্গ্যান নিজেই জানিয়েছেন যে ধীরে ধীরে তাঁর চোট সেরে উঠছে। তিনি আগের থেকে অনেক সুস্থ বলেও জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে তিনি তাঁদের প্রথম ম্যাচ অর্থাৎ ১১ এপ্রিলের আগেই কেকেআর শিবিরের সঙ্গে যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন মর্গ্যান।

মর্গ্যানের চোট
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে চলাকালীন হাতের আঙুলে চোট পেয়েছিলেন ইয়ন মর্গ্যান। সিরিজের শেষ দুটি ম্যাচ তিনি খেলতে পারেননি। তবে গত সপ্তাহের থেকে তাঁর হাতের পরিস্থিতি অনেক ভাল বলে জানিয়েছেন ইয়ন মর্গ্যান। আঙুল ফোলা আগের থেকে কমেছে বলেও দাবি করেছেন কেকেআর অধিনায়ক। জানিয়েছেন, শুক্রবার তাঁর হাতের সেলাই কাটা হবে। এরপর ধীরে ধীরে তিনি ম্যাচ ফিট হবেন বলে আশা কেকেআর অধিনায়কের।

এবার অন্য রকম লড়াই
নেট রান রেটের জন্য গত আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারেনি কেকেআর। সেই আক্ষেপ এবার মেটাতে চান বলে জানিয়েছেন অধিনায়ক ইয়ন মর্গ্যান। তাঁর দাবি, কেকেআরের বোলিং আক্রমণ টুর্নামেন্টের অন্যতম সেরা। কিংবদন্তি হরভজন সিংয়ের অন্তর্ভূক্তিতে দলের অভিজ্ঞতা এবং ওজন বেড়েছে বলেই মনে করেন মর্গ্যান।

মিডল অর্ডারের শক্তি
ইয়ন মর্গ্যান মনে করেন, কেকেআরের ব্যাটিংয়ের মিডল অর্ডার আগামী আইপিএলের অন্যতম সেরা হতে চলেছে। সুনীল নারিন, দীনেশ কার্তিক এবং তাঁর মধ্যে যে-ই ওপরে খেলুন, প্রতিপক্ষ দলের বোলারদের সমীহ কুঁড়োবেন বলে মনে করেন কেকেআরের অধিনায়ক। কেবল নিজের পরিকল্পনা সঠিকভাবে কার্যকর করতে পারলে ফল ভাল হবে বলে বিশ্বাস করেন মর্গ্যান।
'পারব তাই খেলব', ৪০ বছর বয়সে আইপিএলে অংশগ্রহণ নিয়ে সোজাসাপ্টা হরভজন