• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নন্দীগ্রামের বুকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে হামলা, উঠল গো ব্যাক স্লোগান

ফের একবার নন্দীগ্রামে হামলার মুখে শুভেন্দু অধিকারীর কনভয়। প্রসঙ্গত, এর আগেও শিশিরপুত্র এমন হামলার মুখে পড়েছেন। তবে এবার ভোটের দিন সাতেঙ্গাবাড়িতে এই ঘটনা র জেরে রীতিমতো পারদ চড়তে থাকে।

'শুভেন্দুকে গো ব্যাক স্লোগান

'শুভেন্দুকে গো ব্যাক স্লোগান

এদিন সকাল থেকেই শুভেন্দু অধিকারীর কনভয় টহল দিচ্ছে গোটা নন্দীগ্রাম জুড়ে। ইতিমধ্যেই নন্দীগ্রামের ৩৫৫ টি বুথ স্পর্শকার্তর হিসাবে ঘোষিত হয়েছে। তারমধ্যে কিছু বুথে শুভেন্দু টহল দিচ্ছেল ভোর থেকেই। আর সেই সময়ই বেলা বাড়তে সাতেঙ্গাবাড়ি এলাকায় তাঁর কনভয় দেখেই 'গো ব্যাক স্লোগান' যায়।

ইট বৃষ্টি

ইট বৃষ্টি

জানা গিয়েছে সাতেঙ্গাবাড়িতে শুভেন্দুর কনভয় দেখে ইটবৃষ্টি শুরু হয়। গোটা ঘটনায় উত্তেজনা ছড়াতে থাকে সাতেঙ্গাবাড়িতে । এর আগে প্রচারে থাকাকালীন শুভেন্দু বহুবার নন্দীগ্রামে এমন

হামলার মুখে পড়েছেন।

 গোটা এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী

গোটা এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী

নন্দীগ্রামে সাতেঙ্গাবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলার পর থেকেই সেখানে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে জওয়ানরা বন্দুক তাক করে নিজের অবস্থান নিয়েছেন।

 প্রতিক্রিয়া শুভেন্দুর

প্রতিক্রিয়া শুভেন্দুর

তাঁর কনভয় হামলাকে কার্যত 'গা সওয়া' বলে আখ্যা দিলেন শুভেন্দু। এই হামলা নিয়ে তিনি কার্যয়ত কোনও বক্তব্য রাখতেই চাননি। তা পরিবর্তে শুভেন্দু জানান, নন্দীগ্রামে বুকে শেখ সুফিয়ান মডেল 'ফেল'। যে যে এলাকায় প্রয়োজন শুভেন্দু সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন বলে জানান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

মিডিয়ার ওপর হামলা নিয়ে বিস্ফোরক শুভেন্দু

মিডিয়ার ওপর হামলা নিয়ে বিস্ফোরক শুভেন্দু

এদিন, নন্দীগ্রামের কামালপুরে ১৭০ নম্বর বুথের কাছে মিডিয়ার গাড়িতে হামলা নিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, যেভাবে নন্দীগ্রামের বুকে হামলা হয়েছে, তা 'পাকিস্তানিদের কাজ।' তিনি বলেন, 'জয় বাংলা' বাংলাদেশের স্লোগান। শুভেন্দু বলেন, 'এই কাণ্ড নির্দিষ্ট কিছু মানুষের।' এদিকে, মিডিয়ার গাড়িতে হামলার নেপথ্যে কারা থাকতে পারেন, তা শুভেন্দুর জানা বলে দাবি করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

দ্বিতীয় দফাতেই 'চেনা ছবি' উধাও! বুথে ঢুকতে বাধা প্রার্থীকে, একের পর এক বুথ দখলের অভিযোগে কমিশনে তৃণমূল

শুভেন্দু অধিকারী
Know all about
শুভেন্দু অধিকারী

English summary
Nandigram BJP candidate Suvendu Adhikari's convoy comes under attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X