নন্দীগ্রামে উত্তেজনা
দুপুর গড়াতেই নন্দীগ্রামে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। বয়াল ২ ও ৭ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ। সকাল থেকে একের পর এক অভিযোগ আসছিল নন্দীগ্রাম থেকে। সেখানে বয়ালে ২ ও ৭ নম্বর বুথে বিজেপি সকাল থেকে দখল করে নিয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এজেন্টকেও বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
বুথে মমতা
সকাল থেকে একের পর এক অভিযোগ পেয়ে শেষে দুপুরে মমতা নিজেই সেখানে যান। বড় রাস্তা থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে রয়েছে বুথ। সেখানে গাড়ি থেকে নেমে হুইল েচয়ারে মেঠোপথেই বয়ালে ৭ নম্বর বুথে যান মমতা। সেখানে প্রায়১ ঘণ্টারও বেশি সময় ধরে রয়েছেন তিনি। বুথে মমতা থাকাকালীনই তাঁকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। বুথের ১০০ মিটারের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে প্রায় সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছিল। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেখানে দেখা যায়নি।
মমতার অভিযোগ
বয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এমন ঘটনা ঘটেছে। বুথ থেকেই রাজ্যপালকে ফোন করেন মমতা। নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে অভিযোগ জানান মমতা। নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন সকাল থেকে এই কেন্দ্র থেকে ৬৩টি অভিযোগ জমা পড়েছে। বহিরাগতদের নিয়ে সেখানে অশান্তি পাকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। সকাল থেকে বিজেপি বুথ দখল করে ৮০ শতাংশ ছাপ্পা ভোট দিয়েছে। বুথের ২০০ মিটারের মধ্যে এতো লোক কেন নির্বাচন কমিশনকে তিনি অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
খোঁজ নিলেন সুদীপ জৈন
নন্দীগ্রাম ও কেশপুরের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে নির্বাচন কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন নন্দীগ্রাম ও কেশপুরের পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন।তিনি সিইওকে ফোন করে খোঁজ নিয়েছেন। এখনও নন্দীগ্রামের বয়ালে আটকে রয়েছেন মমতা। বুথের বাইরে তুমুল উত্তেজনা রয়েছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন হেরে যাবেন আঁচ করেই এই সব করছেন মমতা।