২৯ মার্চ চায়নায় Xiaomi Mi 11 Ultra লঞ্চ করবার পর ভারতেও বাজারে এই স্মার্ট ফোন প্রকাশ পেতে চলেছে। আগামী ২৩ এপ্রিল ভারতে প্রকাশ পেতে চলেছে Xiaomi –র Mi 11 Ultra স্মার্ট ফোনটি। কোম্পানির তরফে একটি পেজের প্রকাশ করা হয়েছে যেখানে প্রকাশের আগে পর্যন্ত এই স্মার্ট ফোনের নানা বৈশিষ্ট্য উল্লেখ করা হবে। এর পাশাপাশি গ্রাহকদের জন্য একটি লাইভ নোটিফাই মি অপশন প্রদান করা হচ্ছে যেখানে আগ্রহী গ্রাহকরা তাদের পরছন্দের এই ফোনের কেনার তালিকায় প্রথমে থাকবে।
শাওমি নিজে ভারতে Mi 11 Ultra প্রকাশের কথা নিশ্চিত করে জানিয়েছে তাদের ‘সুপারফোন’ টি ২৩ এপ্রিল প্রকাশ করা হবে। সংবাদমাধ্যমকে তারা ‘সেভ দ্যা ডেট’ বলে একটি মেল করে ইভেন্ট পেজের কথাও উল্লেখ করেছে। যেখানে নোটিফাই মি বলে অপশনে ক্লিক করে গ্রাহকরা রেজিস্টার করতে পারে তাদের নাম এই ফোনটি কেনার জন্য।
শায়মির Mi 11 Ultra স্মার্ট ফোনের 8GB RAM + 256GB storage এর দাম CNY 5,999, যার ভারতীয় টাকায় প্রায় ৬৬,৪০০ টাকা। 12GB + 256GB storage এর দাম রয়েছে CNY 6,499, যার ভারতীয় মুল্য ৭২,০০০ টাকা। 12GB + 512GB storage ভাগের দাম CNY 6,999 অর্থাৎ ভারতীয় টাকার হিসেবে ৭৭,৫০০ টাকা। Mi 11 Ultra পাওয়া যাচ্ছে কালো এবং সাদা রঙে সম্ভারে। এর পাশাপাশি এই মডেলের হোয়াইট চার্মিক স্পেশাল এডিশন এর 12GB RAM and 512GB storage পাওয়া যাচ্ছে CNY 6,999 যার ভারতীয় টাকার পরিমাণ ৭৭,৫০০ টাকা। তবে মনে করা হচ্ছে ভারতের বাজারে এই স্মার্ট ফোনের দাম খানিকটা বেশি হতে পারে।
শায়মির Mi 11 Ultra ৬.৮১ ইঞ্চি 2K WQHD+ (3,200× 1,440 pixels) E4 AMOLED ডিসপ্লে সঙ্গে ১২০ হার্জ রিফ্রেস রেট রয়েছে। এছাড়াও থাকছে 240Hz টাচ সিম্পিলং রেট, একটি 551ppi pixel ডেসটেনি এবং সুরক্ষার জন্য একটি গরিলা গ্লাস। HDR10+ এবং Dolby Vision সমর্থন করবে এই ফোন।
ফোন ভালো ভাবে চালোনা করার জন্য থাকবে Qualcomm Snapdragon 888 SoC সঙ্গে Adreno 660 GPU, এবং 12GB LPDDR5 RAM ও 512GB UFS 3.1 storage। এছাড়া ব্যাটারির জন্য থাকছে ৫,০০০ মেগাহার্জের ব্যাটারি পরিষেবা যা ৬৭ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে। ক্যামেরার জন্য থাকবে ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটাআপের ব্যবস্থা। যার মধ্যে থাকবে 50-megapixel Samsung GN2 primary wide-angle sensor সঙ্গে f/1.95 lens এবং Optical Image Stabilisation (OIS) ব্যবস্থাও।
পাশাপাশি রয়েছে 48-megapixel Sony IMX586 ultra-wide-angle এবং tele-macro camera sensors। আবার 5x optical এবং 120x digital zoom এর জন্য থাকবে tele-macro lens এর সংযোগ। সেলফি বা ভিডিও চ্যাট করার জন্য রয়েছে 20-megapixel front ক্যামেরার সঙ্গে f/2.2 lens এর ব্যবস্থা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.