১ এপ্রিল বৃহস্পতিবার থেকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে গেল। এই পর্যায়ে করোনার বিরুদ্ধে টিকা গ্রহণ করবে ৪৫ বছর ও তার বেশি বয়সের ব্যক্তিরা। আগে থেকে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে কো–উইন অ্যাপ খোলা রয়েছে। প্রসঙ্গত ডিসেম্বর ও জানুয়ারিতে করোনা কেস কম হওয়ার পর ফের দেশে কোভিড–১৯–এর তীব্র সংক্রমণ যে সময় সরকারকে দুঃশ্চিন্তায় ফেলেছে, ঠিক তখনই এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়। আরও বু মানুষকে যত দ্রুত সম্ভব এই টিকাকরণের আওতায় ফেলে মহামারিকে প্রতিরোধ করাই এখন সরকারের একমাত্র লক্ষ্য। এবার দেখে নেওয়া যাক কীভাবে নাম নথিভুক্ত করতে হবে এই টিকাকরণের জন্য।
১) নাম নথিভুক্তের জন্য কো–উইন মোবাইল অ্যাপের প্রয়োজন নেই। কোউইন পোর্টালের মাধ্যমেই নাম নথিভুক্ত করা যাবে বা আপনি আরোগ্য সেতু অষাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করতে পারবেন, যা কোউইনের সঙ্গে সমন্বয় করা রয়েছে।
২) লগ ইন পদ্ধতি খুব সহজ ও ওটিপি ভিত্তিক
৩) কো–মরবিডিটি শংসাপত্রের প্রয়োজন নেই নথিভুক্তের জন্য, কারণ ৪৫ বছর বা তার বেশি বয়সের সকলকেই টিকাকরণ করা হবে।
৪) তবে সচিত্র পরিচয়পত্রের প্রয়োজন রয়েছে। নাম নথিভুক্তের সময় ও টিকাকরণের সময় তথ্য এক হতে হবে, কারণ তা টিকাকরণ কেন্দ্রে যাচাই করা হবে।
৫) নির্দিষ্ট বয়সের ব্যক্তিদের টিকাকরণ পর্যায় বলে নিজের প্রকৃত বয়স প্রয়োজন রয়েছে। এই টিকাকরণের জন্য সুবিধাভোগীকে ১৯৭৭ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণ করতে হবে।
৬) টিকাকরণ কেন্দ্রে গিয়ে বুকিং বা ওয়াক–ইন রেজিস্ট্রেশন উপলব্ধ রয়েছে তবে তা দুপুর ৩টের পর।
৭) কেন্দ্র জানিয়েছে যে কোভিশিল্ড ও কোভ্যাকসিন উভয় টিকাই সুরক্ষিত ও সমভাবে কার্যকর ব্রিটেন ও ব্রাজিলের করোনা স্ট্রেনের ওপর।
৮) কোভিশিল্ড টিকাকরণ নিলে দ্বিতীয় ডোজের জন্য আপনি নিজে থেকে চার থেকে আট সপ্তাহের মধ্যে নিজের সুবিধা মতো সময় ও তারিখ বেছে নিতে পারবেন।
৯) প্রথম ডোজের পর আপনাকে শংসাপত্র দেওয়া হবে হাসপাতালের পক্ষ থেকে।
নজরে নন্দীগ্রামের ১০টি বুথ, মমতাকে হারাতে বিজেপির 'মাইন্ড গেম'-এর পর্দা ফাঁস তৃণমূলের