দ্বিতীয় দফার ভোটে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে দুই টলিউড স্টার প্রার্থী, বেলা বড়তেই কী ঘটে গেল

টানটান নিরাপত্তাবেষ্টনী। তবুও তার মাঝেই নন্দীগ্রাম থেকে শুরু করে সবংয়ের মতো জায়গায় প্রবল উত্তেজনা দেখা যাচ্ছে দ্বিতীয় দফার ভোট শুরু হতেই। এদিকে, নন্দীগ্রাম যেমন এদিনের ভোট যুদ্ধের এপিসেন্টার, তেমনই ৩০ আসনের দ্বিতীয় দফার ভোটে এদিন নানান খবর উঠে আসছে বাকি জেলা থেকেও।

সায়ন্তিকার অভিযোগ ইভিএম নিয়ে

এদিন বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা অভিযোগ তোলেন যে , তাঁর নির্বাচনী এলাকার মানুষ ভোট না দিতে পেরে চলে যাচ্ছেন। সেখানে ইভিএমের গন্ডোগোলের জেরে বহু মানুষ বীতশ্রদ্ধ হয়ে, গরমে গলদঘর্ম হয়ে ফিরে যাচ্ছেন । বিষয়টি নিয়ে চক্রান্তের অভিযোগ তুলে সরব হন সায়ন্তিকা।

সায়ন্তিকার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

এদিকে, বৃহস্পতিবার সকালে নিজের নির্বাচনী এলাকায় মন্দিরে গিয়ে পুজো দেন সায়ন্তিকা। তারপর সেখান থেকে বেরিয়ে দুঃস্থ মহিলাদের হাতে টাকা তুলে দিতে দেখা যায় সায়ন্তিকাকে। এরপরই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে।

সায়ন্তিকার দাবি

সায়ন্তিকা এদিকে দাবি করেছেন, মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে জেতার মজাই আলাদা। দুঃস্থ মহিলাদের কাছ থেকে তিনি 'আশীর্বাদ' চেয়েছেন বলে জানিয়েছেন। এদিকে, বিজেপির দাবি এই সমস্তভাবে ভোটের দিন প্রচার করে ভোটারদের প্রভাবিত করছেন সায়ন্তিকা।

অভিযোগ হিরণের বিরুদ্ধে

এদিকে খড়গপুর সদরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি বুথের ১০০ মিটারের মধ্যে দলীয় প্রতীক নিয়ে ঘুরেছেন। যদিও হিরণ নিজের জয়ের বিষয়ে নিশ্চিত। তিনি জানিয়েছেন, উন্নয়নের লড়াইতেই বিজেপি র জয় খড়গপুরে নিশ্চিত।

চলছে না একের পর এক বুথের ইভিএম, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More BJP News