মুম্বই : ফের ক্যান্সারের থাবা বিটাউনে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিরণ খের। বৃহস্পতিবার টুইট করে এই খবর জানিয়েছেন কিরণ খেরের স্বামী তথা অভিনেতা অনুপম খের। টুইটে তিনি জানিয়েছেন, সত্যি ঘটনাকে বিকৃত করা এবং কোনও রকম গুজব ছড়িয়ে পড়ার আগে একটি দুঃসংবাদ দিতে চাই।

এরপরই তিনি এবং তাঁর ছেলে সিকন্দর খের জানান, ব্লাড ক্যান্সার ধরা পড়েছে কিরণ খেরের। ‘মাল্টিপেল মেলোমা’ ধরা পড়েছে তাঁর স্ত্রীর। এটি একধরণের রক্তের ক্যান্সার। তবে তিনি আশাবাদী মারণ এই রোগকে হারিয়ে আরও শক্তিশালী হয়ে আবার ময়দানে ফিরে আসবেন কিরণ। টুইটে অনুপম খের আরও বলেন,বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কিরণ। আশার কথা হল, তিনি খুব ভালো চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। অতিদ্রুত তিনি আবার স্বমহিমায় ফিরবেন বলে আশাবাদী তিনি।

তিনি আরও বলেন, ” কিরণ নিজেই একজন যোদ্ধা। সবাইকে তিনি মন থেকে ভালোবাসেন। তাইতো সকলের এত কাছের, এত প্রিয় সে। সকল ভক্তের ভালোবাসা এবং শুভ কামনায় কিরণ আবার সুস্থ হয়ে ফিরবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে চণ্ডীগড় আসন থেকে সাংসদ নির্বাচিত হন কিরণ খের। পাঁচ বছর পরেও বিজেপির টিকিটে ফের ভোটে জেতেন এই তারকা অভিনেত্রী। অভিনেত্রী হিসাবে জীবনে দু-বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। সর্দারী বেগম (১৯৯৬) চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার এবং পরবর্তী সময়ে ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। দেবদাস, রং দে বাসন্তী, কুরবান, দোস্তানার মতো একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন তিনি।

তবে বলিউডে ক্যান্সারের থাবা এই প্রথম নয়। এর আগেও মারণ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বিটাউনের একাধিক অভিনেতা অভিনেত্রী । যদিও মারণ সেই ব্যাধিকে জয় করে ফের স্বমহিমায় আবার সিনে জগতে ফিরেও এসেছেন তাঁরা । অতি সম্প্রতি ক্যান্সার আক্রান্ত হয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। এছাড়াও ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালে প্রাণ হারিয়েছেন অভিনেতা ইরফান খান, ঋষি কাপুর।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।