ফের বেঁকে বসলেন ইমরান, সবুজ সংকেত মেলার পরেও রাজনীতির বেড়াজালেই আটকে ভারত-পাক বাণিজ্য

করোনা কবলিত পাকিস্তানের পাশে দাঁড়াতে কিছুদিন আগেই কয়েক লক্ষ টিকা ডোজ পাঠিয়েছিল ভারত। এমনকী বাণিজ্যিক ক্ষেত্রেও মিলেছিল বরফ গলার ইঙ্গিত। কিন্তু পাক মন্ত্রিসভার সিদ্ধান্তে তা ফের বিশ বাঁও জলে। এদিকে গতকালই ইকোনমিক কো-অর্ডিনেশন কমিটির (ইসিসি) তরফে ভারত থেকে পাকিস্তানে চিনি, তুলো আমদানিতে সায় দেওয়া হয়েছিল।

ফের বেঁকে বসলেন পাক প্রধানমন্ত্রী

এমনকী বুধবারই ভারতের উপর থেকে বাণিজ্য সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান। কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সম্পূর্ণ উল্টোপথে হেঁটে ভিন্ন সিদ্ধান্তের কথা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্রের খবর, বৃহঃষ্পতিবারই দীর্ঘ আলোচনার পর পাক ক্যাবিনেট এই সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে। যা নিয়ে ফের উত্তাল আন্তর্জাতিক রাজনৈতিক মহল।

২১টি সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত

এমতাবস্থায় স্বাভাবিক ভাবেই রে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে ফের পারাপতনের সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল। এদিকে দিন কয়েক আগেই পাকিস্তানের অর্থমন্ত্রী হামাদ আজহার বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়ে দেন। ভারত থেকে মোট ২১টি সামগ্রী আমদানিতে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে বলে জানানো হয়। এর মধ্যে শীর্ষ তালিকায় ছিল চিনি ও তুলা।

কী চাইছেলেন পাকিস্তানের কাপড় ব্যবসায়ীরা?

এদিকে এই মুহূর্তে পাকিস্তানে বস্ত্র শিল্পের অবস্থা খুবই খারাপ। তাই সেখানকার কাপড় ব্যবসায়ীরা চাইছিলেন, ভারত থেকে তুলো আমদানিতে সম্মতি দিক ইসলামাবাদ। ইমরান তাতে রাজি হলেও মন্ত্রিসভা শুরু থেকেই উল্টোপথে হাঁটছিল বলে খবর। অবশেষে চাপের মুখে পড়েই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলেন ইমরান খান, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

রাজনীতি আর কূটনীতির বেড়াজালেই আশার গুড়ে বালি

প্রসঙ্গত উল্লেখ্য, গত জুন মাস থেকেই তুলা আমদানি ফের চালু হওয়ার কথা ছিল। এমনকী স্পষ্ট ইঙ্গিত মিলেছিল পাক অর্থ মন্ত্রকের তরফেও।এই প্রস্তাব কার্যকরী হলে ভারত-পাক বাণিজ্যের নিরিখে দুই দেশি যে লাভবান হত তা বলাই বাহুল্য। কিন্তু রাজনীতি আর কূটনীতির বেড়াজালেই সে গুড়ে বালি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এদিকে পাকিস্তানের এই সিদ্ধান্তের পর ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা যাচ্ছে।

ভাঙা পায়ে মমতা, এক আসনে অধীর, বিমান, আব্বাস! কেষ্টর কাছে রশেবসেই নেতা-নেত্রীরা

More INDIA News