শুধু মার্চ মাসে মুম্বইতে কোভিড আক্রান্তের সংখ্যা ৮৮ হাজারের ওপর, তাও লকডাউন নয় মহারাষ্ট্রে

এ বছরের মার্চে মুম্বইতে ৮৮,৭১০টি করোনা ভাইরাস কেস রিপোর্ট হয়েছে, যা গতমাসের তুলনায় ৪৭৫ শতাংশ বেশি বলে জানিয়েছে বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (‌বিএমসি)‌। ফেব্রুয়ারিতে এই বাণিজ্য শহরে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৮,৩৫৯ ও জানুয়ারিতে ছিল ১৬,৩২৮।

মার্চে সর্বাধিক করোনা কেস

এর অর্থ হল গত মাসের তুলনায় মার্চ মাসে ৭০,৩৫১টি কেস বেশি এবং জানুয়ারি মাসের চেয়ে ৭২,৩৮২টি কেস বেশি দেখা দিয়েছে বাণিজ্য নগরীতে। বিএমসির তথ্য অনুসারে, মার্চে এই শহরে করোনায় মৃত্যু হয়েছে ২১৬ জনের, যা ফেব্রুয়ারিতে ছিল ১১৯, এর অর্থ গতমাসের তুলনায় ১৮১ শতাংশ বেশি মৃত্যু হয়েছে মার্চ মাস জুড়ে। বছরের প্রথম মাসে মুম্বইতে মোট ২৩৭ জনের মৃত্যু হয়। অন্যদিকে, ৩১ মার্চ মুম্বইতে মোট করোনা সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ৪,১৪,৭১৪-তে এবং মৃতের মোট সংখ্যা ১১,৬৮৬।

করোনা সক্রিয় কেস

বিএমসির তথ্য অনুসারে, ৩১ মার্চ পর্যন্ত মায়া নগরীতে কোভিড-১৯ সক্রিয় কেসের সংখ্যা ৫১,৪১১, যা ফেব্রুয়ারির শেষে ছিল ৯,৭১৫। কোভিড-১৯ কেস বৃদ্ধির পাশাপাশি মুম্বইতে সুস্থ হয়ে উঠেছে মার্চের শে্যে ৮৫ শতাংশ মানুষ, তবে ফেব্রুয়ারির শেষে সুস্থতার হার ছিল ৯৩ শতাংশ।

দ্বিগুণ হওয়ার দিন কমেছে

শহরের কোভিড-১৯ বৃদ্ধির হারও ফেব্রুয়ারির শেষের দিকে রেকর্ড করা মাত্র ০.‌২৮ শতাংশের তুলনায় মার্চ শেষের মধ্যে ১.‌৩৭ শতাংশে উন্নীত হয়েছে। করোনা কেস দ্বিগুণ হওয়ার দিনও ২৪৫ দিনের তুলনায় তা ৪৯ দিনে নেমে গিয়েছে। দৈনিক করোনা বৃদ্ধি মুম্বইতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এসে ধরা দেয়। যদিও এই সময়ের মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায়নি।

মৃত্যুর সংখ্যা বৃদ্ধি

তবে করোনায় মৃত্যুর সংখ্যা গত সপ্তাহ থেকে বাড়তে শুরু করে দিয়েছে। স্বাস্থ্য কর্মী ও ফ্রন্টলাইন কর্মী সহ ১১.‌৫২ লক্ষ কোভিড ভ্যাকসিন ডোজ এখনও পর্যন্ত দেওয়া হয়েছে মুম্বইতে।

শেষবেলাতেও অশান্তি কেশপুরে, তৃণমূল প্রার্থী শিউলি সাহার এজেন্টকে মার, মাথা ফেটে হাসপাতালে ভর্তি

More MUMBAI News