নন্দীগ্রামে ভোটের দিন রাজ্যে পা রাখার আগে বাংলায় মোদীর বড় বার্তা

আর কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যে পা রাখছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফার ভোটে এদিন তুঙ্গে থাকা ভোট উত্তেজনার মাঝেই তিনি সভা করবেন উলুবেড়িয়া ও দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। এর আগে নন্দীগ্রাম ঘিরে রাজ্যের ভোট উত্তেজনার ছবি বারবার ফুটে উঠতে শুরু করেছে। তার আগে বাংলায় টুইটে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

Know all about
নরেন্দ্র মোদী

More NARENDRA MODI News