টিকাকরণের শুরু থেকেই দেশজুড়ে বিভিন্ন কারণে তৈরি হয়েছে উদ্বেগ। রক্ত জমাট বাঁধা থেকে শুরু করে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ায় মানুষের মধ্যে জন্ম নিয়েছে টিকা ভয়। তার জেরে সময় উর্ত্তীর্ণ হওয়ায় নষ্ট হয়েছে লক্ষ লক্ষ করোনা টিকার ভায়াল। এমতবাস্থায় এবার উত্তরপ্রদেশের ৪০ শতাংশ স্বাস্থ্য কর্মী ও প্রথমসারির করোনা যোদ্ধারা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন না বলে জানা যাচ্ছে।
এদিকে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত গোটা রাজ্যে ১৬.৪৯ লক্ষ স্বাস্থ্য কর্মী ও প্রথমসারির করোনা যোদ্ধারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তাদের মধ্যে ৪০ শতাংশই দ্বিতীয় ডোজ নিতে আসনেনি। এদিকে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী প্রথম ডোজের গ্রহীতাদের মধ্যে ছিলেন ৮.৯০ লক্ষ স্বাস্থ্য কর্মী, ৭.৫৯ লক্ষ প্রথমসারির করোনা যোদ্ধা। তাদের মধ্যে যথাক্রমে ৩.০৫ লক্ষ স্বাস্থ্যকর্মী ও ৩.৫০ লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা দ্বিতীয় দফার টিকা ডোজ নেননি।
এদিকে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু আগে রাজ্য প্রশাসনের তরফে স্বাস্থ্য কর্মী ছাড়াও পুলিশ কর্মী, হোমগার্ডস, রাজস্ব কর্মকর্তা, পৌরসভার সদস্য, কারাগার কর্মী, সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দল এবং আধাসামরিক বাহিনীর মতো ১৫ লক্ষ প্রথমসারির করোনা যোদ্ধাদের টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু তা পূর্ণ না হওয়াতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এখনও পর্যন্ত যারা প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন উত্তপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ।
খাকি উর্দি পরে হামলা তৃণমূলের, বিজেপির অভিযোগ ঘিরে শোরগোল