আইপিএল ২০২১ শুরুর আগে বড় ধাক্কা খেল বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্সের অতি গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান নীতীশ রানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। এই খবরে নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেট প্রেমীরা। কেকেআরের অন্য কোনও ক্রিকেটার কোভিড ১৯-এ আক্রান্ত কিনা, এই পরিস্থিতিতে আদৌ আইপিএল আয়োজন করা কতটা সম্ভব, সে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও এই ইস্যুতে কেকেআরের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআইও এ ব্যাপারে কোনও কথা জানায়নি। কেবল গোপন সূত্রে জানানো হয়েছে যে করোনা আক্রান্ত নীতীশ রানাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোভিড ১৯-এর মৃদু সংক্রমণ থাকায় কেকেআর ক্রিকেটারের শারীরিক অবস্থায় স্থিতিশীল বলেও জানানো হয়েছে।
এক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২১ সালের আইপিএলে খেলার জন্য কেকেআর শিবিরে যোগ দেওয়ার আগে গোয়ার ছুটি কাটাতে গিয়েছিলেন দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে দাঁপিয়ে খেলা রানা। সংক্রমণ নিয়েই তিনি মুম্বইয়ের কেকেআর শিবিরে যোগ দেন বলে সূত্রের খবর। নিয়ম অনুযায়ী দুই দিন আগে নাইট ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্ট করা হলে নীতীশের রিপোর্ট পজিটিভ এসেছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।
বর্তমানে রানাকে গোটা দলের থেকে আলাদা করে রাখা হয়েছে বলে খবর। ডাক্তাররা কেকেআর তারকার শারীরিক অবস্থায় নিয়মিত ব্যবধানে পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে। এই অবস্থায় নীতীশকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে খবর। তারই প্রেক্ষিতে আগামী আইপিএলে কেকেআরের শুরুর এক-দুইটি ম্যাচে বাঁ-হাতি ব্যাটসম্যান অনুপস্থিত থাকতে পারেন বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।