অবস্থান করছে সুষ্পষ্ট নিম্নচাপ
আন্দামান সাগরে মধ্যভাগ এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ আরও সুষ্পষ্টভাবে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তা আরও শক্তিশালী হবে এবং তা উত্তর-পূর্বে মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাবে। যার জেরে আগামী দুদিন ধরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী তিনদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এই এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও অসম এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে আগামী ২-৩ দিন উত্তর-পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবেষ সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পরবর্তী ৩-৪ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বীরভূমে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৮.৪ (৪১.৮)
বালুরঘাট ৩২.৬ (৩৫.৪)
বাঁকুড়া ৪০.৩ (৪২.৭)
ব্যারাকপুর ৩৮.৮ (৩৮.৭)
বহরমপুর ৩৬.৮ (৩৭.৪)
বর্ধমান ৩৭ (৩৯)
ক্যানিং ৩৮ (৩৭.৬)
কোচবিহার ২৫.১ (২৬.৬)
দার্জিলিং ১৬ (১৪)
দিঘা ৩৪.৬ (৩৪.৮)
কলকাতা ৩৯.৪ ( ৩৮)
মালদহ ৩১.৫ (৩৩.৫)
পানাগড় ৪০.১ (৪২.৬)
পুরুলিয়া ৩৮.৩ (৩৯.৩)
শিলিগুড়ি ২৯.১ (২৮.৬)
শ্রীনিকেতন ৩৬.৫ (৪০.৫)