ডায়মন্ডহারবারের সভায় অভিষেকের তোপ
২০২০-র ২৫ নভেম্বরে ডায়মন্ডহারবারে সভা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কৈলাশ বিজয়বর্গীয় একজন বহিরাগত। পাশাপাশি আকাশ বিজয়বর্গীয়কে গুণ্ডা বলেও সম্বোধন করেছিলেন। বিজেপি নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করায় অভিষেক বলেছিলেন, তাঁর মতো বুকের পাটা দেশের প্রধানমন্ত্রীরও নেই। যতবার তাঁকে আক্রমণ করা হয়েছে, তিনি ব্যবস্থা নিয়েছেন। সেইদিন কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে অমিত শাহকেও বহিরাগত বলে আক্রমণ করেন তিনি। এইসভাতেই দিলীপ ঘোষকে গুণ্ডা বলার পাশাপাশি আকাশ বিজয়বর্গীয়েকেও গুণ্ডা বলেছিলেন অভিষেক। এমনটাই বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম। অভিযোগে সেটাই জানিয়েছেন আকাশ বিজয়বর্গীয়ের আইনজীবী।
মানহানির মামলা করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে জেরে মানহানির মামলা করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক তথা কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয়। ২০২০-র ডিসেম্বরে এই মানহানির মামলা দায়ের করা হয়েছিল। মধ্যপ্রদেশের ইন্ডোর-৩ আসন থেকে বিজেপির বিধায়ক আকাশ বিজয়বর্গীয়।
আদালতের সমন
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগকারী এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করেন। এমনটাই জানিয়েছএন আকাশ বিজয়বর্গীয়ের আইনজীবী শ্রেয়রাজ স্যাক্সেনা।
দিলীপ ঘোষ আগেই নোটিশ দিয়েছেন
অন্যদিকে এই একই কারণে ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন। এদিকে এদিন পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন শুরু হয়েছে। এই নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি, এমনটাই বলছে রাজনৈতিক মহলের একাংশ।