বেশ কিছুদিন আগে টিপস্টার ইশান শর্মা টুইট করে জানিয়েছিলেন ভারতের বাজারে প্রকাশ করতে চলেছে Oppo F19। আর সেই কথা মতো আগামী ৬ এপ্রিল এই স্মার্ট ফোন লঞ্চ করার সিধান্ত নিয়েছে কোম্পানি। Oppo F সিরিজের এর তৃতীয় মডেল হিসেবে বাজারে আসছে Oppo F19।

গত মাসে ভারতে লঞ্চ করা হয়েছিলো Oppo F19 Pro+ এবং Oppo F19। আর মানুষের চাহিদা মতো Oppo ফের একবার F সিরিজের F19 লঞ্চ করাতে মুখিয়ে রয়েছে। আগামী ৬ তারিখ এই স্মার্ট ফোন লঞ্চ করা হবে। 5,000mAh ব্যাটারির এই স্মার্ট ফোনটি ভারতের পাশাপাশি প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাতেও লঞ্চ করানোর কথা ভাবছে Oppo কর্তৃপক্ষ। আর সেই মতো শ্রীলঙ্কার সাইটে এই স্মার্ট ফোনের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছে তারা।

Oppo F19 Pro সিরিজ লঞ্চের মতো Oppo F19 স্মার্ট ফোনটিও একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ করা হবে। ভারতীয় সময় দুপুর ১২ টায় কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে লঞ্চের এই অনুষ্ঠান আয়োজিত করবে Oppo । আর এই স্মার্ট ফোনটি লঞ্চ হবার পরে অ্যামাজনে গ্রাহকদের জন্য তা তালিকা বদ্ধ করা হবে বলেও জানানো হয়েছে।

চায়নার ফোন প্রস্তুত কারক সংস্থা Oppo তাদের ভারতে প্রকাশ করতে চলা F19 এর বৈশিষ্ট্য সমর্কে তেমন কিছু না জালেও বোঝা যাচ্ছে এই স্মার্ট ফোনে থাকবে একটি full-HD+ AMOLED ডিসপ্লে। এর পাশাপাশি একটি 5,000mAh পাওয়ারের ব্যাটারি পরিষেবা। এই অধীক পাওয়ারের ব্যাটারি ৩৩ ওয়াট দ্রুত ফ্ল্যাশ চার্জিং সমর্থন করবে এবং মাত্র ৭২ মিনিটেও সম্পূন্য চার্জ করতে সক্ষম হবে। এছাড়াও কোম্পানির তরফে জানানো হয়েছে ৫.৫৫ ঘন্টা টানা কথা বলার সঙ্গে ২ ঘন্টার ইউটিউব দেখার ব্যবস্থা মিলবে মাত্র ৫ মিনিটের চার্জ দিয়ে।

এর পাশাপাশি Oppo F19 সিরিজের আগের দুটি স্মার্ট ফোনের মতো এই ফোনে থাকবে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা। এই মডেলে থাকতে পারে ৪৮মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরার সঙ্গে তিনটি সেন্সার। এছাড়াও অনুমান করা হচ্ছে এই ফোনে থাকতে পারে অ্যামোলেড প্যানেল এবং অ্যান্ড্রয়েড বেস কালার ১১ কাস্টম স্কিন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।