সুস্থ হয়ে উঠেছেন
চণ্ডীগড়ের বিজেপি সভাপতি অরুণ সুদ জানিয়েছেন যে অভিনেত্রী কিরণ খের সুস্থ হওয়ার পথে রয়েছেন। তাঁর চিকিৎসা শুরু হয় গত বছরই। তিনি আরও বলেন, ‘কিরণ খেরের সাম্প্রতিক পরীক্ষায় ধরা পড়েছে যে রোগটি তাঁর বাহু ও কাঁধে ছড়িয়ে গিয়েছে।' এক সর্বভারতীয় রিপোর্ট অনুযায়ী, বুধবার এক সাংবাদিক সম্মেলনে অরুণ সুদ বলেন, ‘গত বছর ১১ নভেম্বর তাঁর চণ্ডীগড়ের বাড়িতে বাঁ-হাতের বাহু ভেঙে যায়। এরপর চণ্ডীগড়ের হাসপাতালে তাঁর পরীক্ষা করা হয় এবং সেখানেই ধরা পড়ে যে কিরণ খের একাধিক মেলোমাতে আক্রান্ত। চিকিৎসার জন্য তিনি ৪ ডিসেম্বর মুম্বইতে যান।'
রাজনীতি থেকে বেশ কিছুদিন গায়েব কিরণ
অরুণ সুদ বলেন, ‘চার মাসের চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠছেন এবং তাঁকে আর মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হতে হবে না। তাঁকে চিকিৎসার জন্য নিয়মিত হাসপাতালে যেতে হত।' রাজনীতি ও শোবিজ দুনিয়া থেকে কিছুদিনের জন্য অবসর নিয়েছিলেন কিরণ খের এবং দেশ ও দলের বিভিন্ন বিষয় নিয়ে কেন কিরণ খের চুপ রয়েছেন ও তাঁকে কেন প্রকাশ্যে দেখা যাচ্ছে না, সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অরুণ সুদ গোটা ঘটনাটি জানান। কিরণ খের সোশ্যাল মিডিয়া থেকেও বেশ কিছুদিনের জন্য সরে গিয়েছেন এবং তার অনুপস্থিতির কারণ জানতে চেয়েছেন অনেক নেটিজেনরা।
রাজনীতি ও বলিউড জীবন
২০১৪ সালে কিরণ খের রাজনীতিতে আসেন এবং ভারতীয় রাজনীতি ও বিজেপির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন। তিনি দেশের ও দশের কল্যাণ সাধনে কাজ করেন এবং সংসদে অধিবেশন চলাকালীন তাঁর বিবৃতি অনুপ্রাণিত করে। বলিউডে কাজ করার পাশাপাশি তিনি করণ জোহর ও মালাইকা অরোরার সঙ্গে রিয়ালিটি শোতে বিচারকের ভূমিকায় রয়েছেন। কিরণ খের তাঁর স্টাইলের জন্য, বিশেষ করে তাঁর সিল্ক শাড়ি ও জাঙ্ক জুয়েলারির জন্য বেশ পরিচিত। রিয়ালিটি শোতে তাঁর বিশেষ টিপ্পনি ও মজা করার ভঙ্গিমা দর্শকদের সর্বদা মনোরঞ্জন করেছে।
অনুপম খের স্ত্রী
ব্যক্তিগত জীবনে কিরণ খের বলিউডের অভিনেতা অনুপম খের স্ত্রী এবং এই দু'জন বলিউডের আদর্শ দম্পতি বলে পরিচিত। তবে কিরণ খেরের সাম্প্রতিক এই রোগ নিয়ে এখনও মুখ খোলেননি অনুপম খের।